রবিবার ০৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
পরমা দাশগুপ্ত | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ নভেম্বর ২০২৪ ১৯ : ৫৩Snigdha Dey
নতুন কেস নিয়ে পর্দায় হাজির নীরেন ভাদুড়ী। কেমন হল ‘নিকষ ছায়া’? সিরিজ দেখে লিখছেন পরমা দাশগুপ্ত
রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার প্রাণ যায়।
কিন্তু তান্ত্রিকে তান্ত্রিকে যুদ্ধ হলে?
তারই কাহিনি নিয়ে পর্দায় ফিরে এলেন তন্ত্র ও প্রেত বিশারদ নীরেন ভাদুড়ী। ভূতচতুর্দশীতে হইচই-এ মুক্তি পাওয়া এই গা ছমছমে সিরিজে ভাদুড়ী মশাইয়ের (চিরঞ্জিত চক্রবর্তী) সঙ্গে রয়েছেন গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, অনুজয় চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা। এবং রয়েছেন কাঞ্চন মল্লিক। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজের কাহিনিকার সৌভিক চক্রবর্তী।
এর আগে ‘পর্ণশবরীর শাপ’-এ প্রথম পর্দায় এসেছিলেন নীরেন ভাদুড়ী (চিরঞ্জিৎ)। উত্তরবঙ্গের জঙ্গলে ছুটি কাটাতে গিয়ে প্রেতের কবলে পড়া মিতুলকে (সুরঙ্গনা) উদ্ধার করতে ডাক পড়েছিল তাঁর। এবারের কাহিনি নীল-সবুজের রহস্যে মোড়া জংলা পরিবেশ পেরিয়ে উঠে এসেছে শহরতলিতে। কখনও মর্গ থেকে, কখনও বা শববাহী গাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে মৃতদেহ।
ক্ষতবিক্ষত গাড়িচালক কিংবা বেঁহুশ হয়ে পড়া মর্গ-কর্মী সামলে উঠে জানাচ্ছেন, মৃতদেহ নিয়ে গিয়েছে এক অদ্ভুতদর্শন পিশাচ। তার উচ্চতা কম, কান নেই, দাঁত নেই, এমনকী চামড়াও নেই। এমনকী, মৃতদেহ খুবলে খেতেও নাকি দেখা গিয়েছে তাকে! পুলিশ অফিসার অমিয় (গৌরব) কিংবা ডাক্তার তিতাস (অনিন্দিতা) বোঝে, এ কোনও মানুষ নয়। দশ বছর আগে তাদেরই বন্ধুর বলা এক পিশাচের কাহিনির সঙ্গে যে এর অক্ষরে অক্ষরে মিল! ডাক পড়ে নীরেন ভাদুড়ীর। তিনি টের পান, এর নেপথ্যে রয়েছে কোনও তান্ত্রিকের শবসাধনা। ইতিমধ্যেই নিখোঁজ হয়ে যায় এক পুলিশকর্মীর কলেজপড়ুয়া মেয়ে বন্যা। কোথায় গেল সে? কী হবে তারপর? উত্তর দেবে সিরিজ।
ছোটবেলার ট্রমার জেরে মানসিক সমস্যা, লোভের জেরে কুপথে পা বাড়ানো, শুভ-অশুভের লড়াই- এমন ভীষণ বাস্তব কিছু সমস্যার কথা সিরিজে তুলে এনেছেন পরমব্রত। কিন্তু অঘোরি তান্ত্রিকদের কীর্তিকলাপকে পর্দায় তুলে আনতে যে যত্ন বা যে বিশ্বাসযোগ্যতা তৈরি করা জরুরি ছিল, সে জায়গায় যেন খানিকটা কমজোরিই লাগে এই গল্প বা তার নির্মাণ।
ভাদুড়ী মশাই একেক বার প্রেতের উপস্থিতি টের পান। চারপাশ ঘিরে ফেলে লাল আলো। ব্যাকগ্রাউন্ডে বাজে ‘হি হা হা’ জাতীয় কোনও স্বর কিংবা তন্ত্রমন্ত্র। অন্যরা যখন ভূতপ্রেতের দেখা পায়, তারা আসে হরর ঘরানার চেনা জাম্প স্কেয়ারে। তাতে খানিক গা ছমছম করে ঠিকই। তবে প্রেত-পিশাচদের চেহারা দেখে ভয়ের বদলে গা ঘিনঘিনে অনুভূতিই যে বেশি! বাংলা প্রযোজনার বাজেট বা গ্রাফিক্স-সহ প্রযুক্তির নিরিখে অনেকটাই চেষ্টা করেছেন পরমব্রত ও তাঁর দল। তবে আরও খানিকটা ভয়ের সুযোগ থাকলে মন্দ হত না। বিশেষত যেখানে ওটিটি-র দর্শক এখন এই ঘরানায় রীতিমতো ভাল কাজ দেখতে অভ্যস্ত। শুধু বিদেশি প্রযোজনায় নয়, হিন্দি বা দক্ষিণী ছবি-সিরিজেও।
অভিনয়ে চিরঞ্জিৎ, গৌরব কিংবা অন্য পুলিশকর্মীর চরিত্রে দেবপ্রসাদ হালদারকে ভাল লাগে যথারীতি। মিতুল বা তিতাসের ভূমিকায় সুরঙ্গনা বা অনিন্দিতার ভয়-উদ্বেগ আর ছুটোছুটি ছাড়া তেমন কিছু করার সুযোগ হয়নি। তবে মানসিক সমস্যায় বিধ্বস্ত সঞ্জয়কে ফুটিয়ে তুলতে প্রাণ ঢেলে অভিনয় করেছেন অনুজয়। গোটা সিরিজে তাই প্রতিটা ফ্রেমে আলাদা করে চোখ টানেন তিনি।
এই সিরিজে অবশ্য চমকে দিয়েছেন এক জনই। কাঞ্চন মল্লিক। আদ্যোপান্ত কমেডি অভিনেতা যে কোন জাদুবলে অঘোরি তান্ত্রিকের নিষ্ঠুরতা, নৃশংসতাকে, গা শিরশিরিয়ে দেওয়া চাহনিকে এমন জীবন্ত করে তুললেন!
#Nikosh Chaya#Hoichoi#Web series#Bengali series#Series review#Entertainment news
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ক্ষুরধার বুদ্ধি অথচ ভাল খাবার পেলেই বাকি সব ভুল বিলকুল! কবে পর্দায় আসছে গোয়েন্দা ‘ফেলুবক্সী’?...
‘ছোট্ট মনে কষ্ট চেপে...’, মেয়ের জন্মদিনে আবেগঘন শ্রীলেখা, প্রাক্তন স্বামীকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী? ...
‘রাঙামতি তিরন্দাজ’ থেকে সরলেন মাধুরিমা! এবার বৃন্দা চরিত্রে দেখা যাবে কোন জনপ্রিয় অভিনেত্রীকে?...
মায়ের ‘সমান’ আরাধ্যা! প্রিমিয়ারে মৃত মহিলার পরিবারকে কত টাকা অর্থসাহায্য ‘পুষ্পা’র? ...
কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘অহনা’, প্রতিযোগিতায় জায়গা করে নিল প্রমিতা ভৌমিকের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি...
ভাল সিনেমা তৈরির আগে প্রেক্ষাগৃহের টিকিটের দাম সস্তা করা হোক: আর বালকি...
বাংলা ছবিতে ফের কবে দেখা যাবে? কলকাতা চলচ্চিত্র উৎসবে জানালেন বিদ্যা বালন ...
বলিউডের অভিনেত্রী হলেও বাংলাদেশের সঙ্গে অনন্যার রয়েছে গভীর যোগ! ফাঁস করলেন বাবা চাঙ্কি ...
'আমি মনেপ্রাণে বাঙালি', কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে আবেগে চোখের জল আটকে আর কী বললেন বিদ্যা বালন?...
রাম গোপাল বর্মার সঙ্গে হাত মেলাচ্ছেন মনোজ বাজপেয়ী! ৭ বছর পর কোন ছবি নিয়ে আসছেন পরিচালক-অভিনেতা জুটি?...
শতবর্ষে পরিচালক তপন সিনহা, রাজ্য সরকার আয়োজিত প্রদর্শনীতে আবেগপ্রবণ শতাব্দী রায়...
বিনা অপরাধে হাতে হাতকড়া পরল 'ঠাম্মি'র! কে রয়েছে ষড়যন্ত্রের পিছনে? আসল অপরাধীর মুখোশ খুলতে পারবে 'সুধা&...
'দিনেদুপুরে রাস্তা থেকে তুলে...' অপহরণ করা হয়েছিল তাঁকে, দাবি সুনীল পালের! সত্যি না সস্তা প্রচার?...
ওপেনিংয়েই সেঞ্চুরির লক্ষ্যে ‘পুষ্পা ২’! ‘খাদান’, ‘চালচিত্র’র ভবিষ্যৎ কী? খুল্লম খুল্লা নবীনা, প্রিয়া, মেনকা, অশোকার কর্ণ...
রণবীরের সঙ্গে বনবাসে যাবেন বলিউডের এই অভিনেতা! নীতেশ তিওয়ারির 'রামায়ণ'-এ লক্ষণ হবেন কে?...