উপরি আয় কে না করতে চায়। কিন্তু তা বলে যে হেন তেন প্রকায়ে টাকা উপার্জন করতে হবে সেটা হয়তো সকলে ভাবেন না। কিন্তু ভেবেছিলেন ব্রিটেনের কাইল নিউবি।
2
9
রাস্তার ধারে বা বাড়ি থেকে পোষ্য কুকুরের মল পরিষ্কার করে দেন তিনি। শুধু এই কাজেই তাঁর আয় বছরে ৩০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ লক্ষ টাকা)।
3
9
ডার্বিশায়ারের বাসিন্দা পেশায় একজন নির্মাতা। তিনি জানিয়েছেন, কাজের জায়গায় অবসর সময়ে ইনস্টাগ্রামে দেখার সময় আমেরিকায় ‘কুকুরের মল পরিষ্কার করা’ কতটা জনপ্রিয় তা দেখতে পান। সেই ভাবনায় অনুপ্রাণিত হয়ে মার্চে ‘পেট পু পিক’ নামে ব্যবসাটি শুরু করেন।
4
9
কাইল আরও জানিয়েছেন, এটি আমেরিকায় বেশ জনপ্রিয়। তাই আমরা ভাবলাম একবার চেষ্টা করে দেখি। ব্রিটেনে খুব কম সংখ্যক মানুষ এই কাজ করেন। আমরা ফেসবুকে গিয়ে একটি বিজ্ঞাপন পোস্ট করে কিছুদিন অপেক্ষা করি। তারপরেই কেল্লাফতে।
5
9
কাইল জানিয়েছেন, এখন তাঁর ৩৫ জন গ্রাহক রয়েছেন। বুধবার ১৫ জন এবং শনিবার ২০ জন গ্রাহককে পরিষেবা দেওয়া হয়। প্রথম পরিষেবায় ৪০ ডলার ধার্য করা হয়। এরপর থেকে প্রতি সপ্তাহে ২০ ডলার।
6
9
তাঁর হিসেব, পার্ট-টাইম কাজ করে তিনি প্রতি সপ্তাহে প্রায় ২,৬৮০ ডলার আয় করেন। যা প্রতি ঘণ্টায় প্রায় ৬০ ডলারের সমান।
7
9
নিউবি দাবি করেছেন যে, ট্রোলাররা তাঁর কাজে মন্তব্য করেছেন যে মানুষ এখন তাদের পোষা প্রাণীর মলমূত্র পরিষ্কার করার জন্য খুব ‘অলস’ হয়ে গিয়েছে। তবে, তাঁর অনুমান, তাঁর গ্রাহকদের অর্ধেকেরও বেশি মানুষ এত বয়স্ক বা অসুস্থ যে তারা এই কাজটি করার মতো অবস্থায় নেই।
8
9
কাইল জানিয়েছেন, একটি প্লাস্টিকের ব্যাগে মল ভরে নেন। এক একটি বাগান পরিষ্কার করতে ১৫ মিনিট সময় লাগে। সেগুলি ৫০ মাইল দূরে ফেলে আসা হয়।
9
9
বর্তমানে নিউবি সপ্তাহে প্রায় ১২ ঘণ্টা কাজ করেন। যা কয়েকটি দিনে ভাগ করা থাকে। তবে তিনি তাঁর এই লাভজনক ব্যবসাকে আরও বড় করার আশা করছেন। তিনি জানিয়েছেন, ১০ ঘণ্টা নির্মাণের কাজের চেয়েও এই কাজে বেশি আয় করছেন তিনি।