ভারতের মতো দেশে চন্দ্রবোড়া সাপকে সকলেই চেনে। তার বিষের বহর দেখে সকলেই যেমন ভীত। তেমনই তার বাঁশির শব্দ যেন সকলের হাড়হিম করে দেয়।
2
9
যদি আপনার ঘরের কাছাকাছি কোনও চন্দ্রবোড়া থাকে তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন তার বাঁশির শব্দ শুনে। প্রায়ই সে বাঁশি বাজিয়ে জানিয়ে দেবে তার উপস্থিতি।
3
9
সম্প্রতি ক্যানিংয়ের একটি এলাকায় গাছের ধারের একটি প্লাস্টিকের তলা থেকে আশেপাশের লোকেরা বাঁশির শব্দ শুনছিলেন। কাছে গিয়ে প্লাস্টিক সরাতেই অবাক কান্ড। তিনি সেখানেই বসে আছেন।
4
9
যারা সাপ নিয়ে গবেষণা করেন তারা জানিয়েছেন বিপদ বুঝলেই চন্দ্রবোড়া সাপ বাঁশির মতো শব্দ করে। এটি একেবারে মৃত্যুর ঘন্টা। সকলকে সতর্ক করে দিয়ে বলে এখানে এলেই সর্বনাশ।
5
9
এই বাঁশির শব্দটি অনেকটা আপনার রান্নাঘরের প্রেসার কুকারের বাঁশির মতো। শব্দটি জোরে না হলেও কানে ঠিকই যাবে।
6
9
তাই এই সাপটি যদি কাছে থাকে তাহলে সেখানে বাঁশির শব্দ দিয়েই সে নিজের উপস্থিতি জানান দেবে। তখনই সাবধান হয়ে যেতে হবে।
7
9
ভারতের মতো গ্রামীণ দেশের বিভিন্ন এলাকায় এই সাপ থাকতে পছন্দ করে। খাবার হিসেবে বেছে নেয় ইঁদুর, ব্যাঙ। অনেক সময় এরা মাছ খেয়েও থাকে।
8
9
ভারতের সেরা চারটি বিষধর সাপের মধ্যে চন্দ্রবোড়া অন্যতম। একে অনেকে রাসেল ভাইপার বলেও চেনেন। এরা একবারে প্রায় ৫০ টি বাচ্ছা দেয়। সেগুলিও ছেলেবেলা থেকেই সমান বিষাক্ত।
9
9
যারা শিশু চন্দ্রবোড়াকে হাল্কাভাবে নেন তারাও সতর্ক থাকবেন। এরা একেবারে না বুঝেই আক্রমণ করে এবং প্রচুর বিষ ঢেলে দেয়। এক ঘন্টার মধ্যে দেহে ওষুধ না গেলেই দুয়ারে যম এসে টেনে নিয়ে যাবে।