আজকাল ওয়েবডেস্ক: প্রায় এক বছর পরে চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। আল হিলালের হয়ে নেমেওছিলেন। কিন্তু মাঠে ফেরার পরে দ্বিতীয় ম্যাচে সেই চোটের জন্য নেইমারকে তুলে নিতে হল। পরিবর্ত হিসেবে নেমেছিলেন। কিন্তু পুরো সময় আর খেলতে পারলেন কোথায় নেইমার!
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব এস্তেঘলালের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নামানো হয়েছিল ব্রাজিলীয় তারকাকে। খেলার বয়স তখন ৫৮ মিনিট। কিন্তু চোট পেয়ে ৮৬ মিনিটেই মাঠ ছাড়েন নেইমার।
ব্রাজিলিয়ান তারকা যখন মাঠে নামেন, ততক্ষণে আল হিলাল ২-০ গোলে এগিয়েছিল। জোড়া গোল করেছিলেন মিত্রোভিচ। নেইমার যখন চোট পেয়ে মাঠ ছাড়ছেন তার আগে মিত্রোভিচ আরও একটি গোল করে হ্যাটট্রিক করেন। আল হিলাল ৩-০ গোলে হারায় এস্তেঘলালকে।
নেইমার হাঁটুতে অস্বস্তি বোধ করেন ৮৪ মিনিটে। সাইডলাইনের ধারে গিয়ে প্রাথমিক চিকিৎসাও হয় তাঁর। কিন্তু তাঁর পক্ষে মাঠে ফেরা আর সম্ভব হয়নি। আল হিলাল কোচ তুলে নেন নেইমারকে।
নেইমার কিন্তু চিন্তা বাড়াচ্ছেন আল হিলালের। পরবর্তী ম্যাচগুলোয় ব্রাজিলীয় তারকাকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চর্চা।
