২০২৫ সালের ৩১ ডিসেম্বর সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হবে। কেন্দ্রীয় সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি এটিকে আরও বাড়ানো হবে কিনা। সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হলেই সেখান থেকে শুরু হতে পারে অষ্টম পে কমিশন।
2
8
অষ্টম পে কমিশনে বেসিক মাইনে একলাফে বেড়ে যেতে পারে অনেকটাই। সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭।
3
8
যদিও অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর এখন স্থির করা হয়নি। তবে মনে করা হচ্ছে এটি ১.৯২, ২.০৮, ২.২৮ এবং ২.৫৭ থাকতে পারে।
4
8
সপ্তম পে কমিশনে বেসিক মাইনে রয়েছে ১৮ হাজার টাকা। সর্বোচ্চ বেসিক মাইনে রয়ছে ২ লক্ষ ৫০ হাজার টাকা। ডিএ ৫০ শতাংশ বা তার বেশি হতে পারে। ডিএ-কে বেসিক মাইনের সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে।
5
8
অষ্টম পে কমিশনে ডিএ আরও বাড়তে পারে। যদি অষ্টম পে কমিশনে এবিষয়ে বিশেষ ব্যবস্থা করা হয় তাহলে ডিএ একটি বিশেষ দিক হিসাবে উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।
6
8
অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক পে বৃদ্ধি পাবে ১৫৭ শতাংশ। সপ্তম বেতন কমিশন অনুযায়ী বর্তমানে তাঁদের ন্যূনতম বেতন ধার্য করা হয়েছে ১৮ হাজার টাকা। সেটাই বেড়ে ৪৬ হাজার ২৬০ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
7
8
যদিও সরকারি ভাবে এখনও এই নিয়ে কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া দেওয়া হয়নি। নতুন বেতন কমিশন কার্যকর হলে আর্থিক দিক থেকে পেনশনভোগীরাও লাভবান হবেন। বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম পেনশন রয়েছে ৯ হাজার টাকা।
8
8
সেটা বেড়ে দাঁড়াবে ২৩ হাজার ১৩০ টাকা। সপ্তম বেতন কমিশনেও একই হারে বেতন এবং পেনশন বৃদ্ধি পেয়েছিল। ওই সময়ে কর্মচারীদের ন্যূনতম বেসিক পে সাত হাজার থেকে এক লাফে বেড়ে ১৮ হাজার টাকায় পৌঁছেছিল।