আজকাল ওয়েবডেস্ক: চলছে দীপাবলি সপ্তাহ। উদ্বোধন হয়ে গিয়েছে কালীপূজোর প্যান্ডেলের। রাজধানী থেকে জেলা সকলেই কম বেশি বেরোবেন প্রতিমা দর্শনে। কেউ আবার লম্বা উইকেন্ড কাটাবেন শহর থেকে ভিন্ন জায়গায় গিয়ে। সম্বল দু চাকা কিংবা চারচাকা? তাহলে আগে জানুন, কেমন যাচ্ছে পেট্রোল ডিজেলের দর।

 

 

কলকাতায় বুধবার পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা, লিটার পিছু ডিজেল যাচ্ছে ৯১.৭৬ টাকা। গত দশ দিনে দামের ফারাক চোখে পড়েনি। এবার অন্য মেট্রোপলিটন শহরের দিকে চোখ রাখা যাক।

মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৪৪ টাকা। আর ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা প্রতি লিটার।

চেন্নাইতে পেট্রোলের দাম ১০০.৭৫ টাকা প্রতি লিটার। আর ডিজেলের দাম যাচ্ছে লিটার পিছু ৯২.৩৪ টাকা।

দেশের রাজধানী দিল্লিতে এই দাম তুলনায় কম। ৯৪.৭২ টাকা প্রতি লিটার পেট্রোল আর ডিজেল লিটার পিছু ৮৭.৬২ টাকা। 

 

 

শুধু মেট্রোপলিটন শহরেই নয়, এই পেট্রোল আর ডিজেলের দামের হেরফের হয় একই রাজ্যের ভিন্ন শহরগুলিতে। পশ্চিমবঙ্গের অন্য বড় শহরগুলোর মধ্যে

বাঁকুড়ায় ১০৫.৩৮ টাকা প্রতি লিটার পেট্রোলের দাম, ডিজেলের দাম ৯২.১৬ টাকা

হুগলিতে ১০৫.২৮ টাকা প্রতি লিটার পেট্রোলের দাম, ডিজেলের দাম ৯২.০৬ টাকা

দার্জিলিং -এ ১০৪.৯৫ টাকা প্রতি লিটার পেট্রোলের দাম, ডিজেলের দাম ৯১.৭৬ টাকা

ঝাড়গ্রামে ১০৫.৬৫ টাকা প্রতি লিটার পেট্রোলের দাম, ডিজেলের দাম ৯২.৩৭ টাকা এবং

মালদায় ১০৪.৮৬ টাকা প্রতি লিটার পেট্রোলের দাম, ডিজেলের দাম ৯১.৬৭ টাকা।