আজকাল ওয়েবডেস্ক: শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয়। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অমল মুখোপাধ্যায় প্রয়াত। তাঁর মৃত্যু শোকের ছায়া সব মহলেই। তাঁর ছাত্র ছাত্রীরা প্রিয় শিক্ষককে সম্মান, শ্রদ্ধা জানাচ্ছেন, জানাচ্ছেন শোক বার্তা। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক ছিল। এমনকি রবিবার সকালেও বাজারে গিয়েছিলেন। বাজার থেকে ফেরার সময় ঘটে বিপত্তি। সিঁড়ি থেকে পড়ে যান তিনি। অসুস্থ শিক্ষাবিদকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে রবিবার বিকেলে মৃত্যু হয় তাঁর। বিকেল সাড়ে ৪টা নাগাদ প্রয়াত হন অমল মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮।