সপ্তাহান্তে, অর্থাৎ শনি-রবি দু’দিনই গ্রিণ লাইনে মেট্রো চলচল বন্ধ থাকবে। তেমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মেট্রো রেল। জানানো হয়েছে, আট এবং ন’য় মার্চ ইস্ট-ওয়েস্ট করিডরের গ্রিণ লাইন মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
2
6
কারণ কী? কারণ হিসেবে মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কমিউনিকেশন বেসড্ ট্রেন কন্ট্রোলের কাজ চলবে ওই দু’ দিন। অর্থাৎ ওই দু' দিন হাওড়া ময়দান থেকে সল্টলেক, সম্পূর্ণ মেট্রো চলাচল বন্ধ থাকবে।
3
6
কেবল শনি-রবি নয়, প্রভাব পড়ছে শুক্র এবং সোমবারেও। ৭ মার্চ, শুক্রবার মেট্রোর সময় সূচিতে যে বদল থাকবে- শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭:০৩ টায়। অন্যান্য দিনে শেষ মেট্রো ছাড়ে ৯:৩৫-এ।
4
6
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা যাওয়ার শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭:০৫-এ। অন্যান্য দিকে ৯:৪০-এ শেষ মেট্রো ছাড়ে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রোও প্রায় ২ঘণ্টা ৪৫ মিনিট আগে ছাড়বে।
5
6
সোমবারেও- সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.০৫-এর পরবর্তে, এক ঘণ্টা দেরিতে। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার প্রথ মেট্রো ছাড়বে ৬টা৫৫-এর পরিবর্তে ৮টা ১৫-তে।
6
6
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো চলবে দেরিতে। ব্লু লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে।