আজকাল ওয়েবডেস্ক: বড়বাজারের কটন স্ট্রিটে ভয়াবহ আগুন। শনিবার দুপুর ১.৪০ নাগাদ বড়বাজারের ১৪৭ নম্বর কটন স্ট্রিট এলাকায় একটি শাড়ির গুদামে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। জনবহুল এলাকা তার মধ্যে সরু রাস্তা হওয়ায় আসতে কিছুটা দেরি হয় দমকল বাহিনীর। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।

ঘটনাস্থলে প্রাথমিকভাবে ৪টি ইঞ্জিন এসে পৌঁছায়। গুদামের ভেতর কোনো মানুষ ছিল না। ফলে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে আগুন অনেকটা নিয়ন্ত্রণে। পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। আগুন লাগার ঘটনায় যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে রাস্তায়।