আজকাল ওয়েবডেস্ক : বুধবার রাতে প্রয়াত হয়েছেন ভারতের বিখ্যাত ব্যাবসায়ী রতন টাটা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যু গোটা দেশের মধ্যে শোকের পরিবেশ এনে দিয়েছে। গুগল সিইও সুন্দর পিচাই এবার রতন টাটার সঙ্গে নিজের স্মৃতির কিছু কথা তুলে ধরলেন। 

 

গুগল সিইও সুন্দর পিচাই বলেন, শেষবারের মত যখন রতন টাটার সঙ্গে তার দেখা হয়েছিল তখন বেশ কিছু সময় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সেই সময় রতন টাটা আধুনিক প্রযুক্তির সঙ্গে কীভাবে নতুন জেনারেশন কীভাবে কাজ করবে তা নিয়ে বেশ কিছু কথা বলেন। তার চিন্তা শুনে নিজেও অবাক হয়ে গিয়েছিলেন সুন্দর পিচাই। 

 

পিচাই আরও বলেন, যেভাবে ভারতের উন্নয়ন জন্য রতন টাটা কাজ করেছেন তা গোটা বিশ্বের কাছে এক নজির হয়ে থাকবে। তার আধুনিক চিন্তা আজ গোটা ভারতের পক্ষে নতুন নজির তৈরী করেছে। 

 

বয়সজনিত সমস্যার জন্য গত কয়েকদিন ধরে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি ছিলেন রতন টাটা। গত রবিবার আচমকাই রটে যায়, রতন টাটার শারীরিক অবস্থা সঙ্কটজনক। কিন্তু সোমবার সব জল্পনা উড়িয়ে দিয়ে শিল্পপতি নিজেই জানিয়েছিলেন, সব খবর ভুয়ো। নিয়মমাফিক চেক–আপের জন্যই তিনি হাসপাতালে এসেছেন। কিন্তু বুধবার রাতে এল সেই খবর। প্রয়াত রতন টাটা।