আজকাল ওয়েবডেস্ক: ষষ্ঠীর দিন দুপুরে ভিআইপিতে তীব্র যানজট। দমদম পার্কের কাছে ভিআইপি রোডে চলন্ত গাড়িতে আগুন ধরে যাওয়ায় ঘটে বিপত্তি। ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয় দর্শনার্থীদের মধ্যে। যানজট তৈরি হয়। তবে হতাহতের খবর নেই।
জানা গেছে বুধবার দুপুরে ভিআইপি রোডে চলন্ত টাটা সুমো গাড়িতে আগুন ধরে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, উল্টোডাঙার দিক থেকে গাড়িটি যখন দমদম এয়ারপোর্টের দিকে যাচ্ছিল সেই সময় দমদম পার্ক সিগন্যালের কাছে আচমকা আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে গাড়ি চালক বেরিয়ে আসেন। কোনওমতে প্রাণে বেঁচে যান তিনি। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকল। একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনায় যানজট তৈরি হয় এলাকায়।
