আজকাল ওয়েবডেস্ক : ধর্মতলায় বিজেপির সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এই অনুমতি দেন। সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। ২৯ নভেম্বর ধর্মতলায় সেদিনের সভায় উপস্থিত থাকার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রসঙ্গত, পুলিশ এই সভার অনুমতি দেয়নি। তবে সেদিন সভার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি বলেন, সকলের প্রতি সমান মনোভাব দেখাক পুলিশ। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য জানায়, শাহের সভার অনুমতি দিলে ধর্মতলা স্তব্ধ হয়ে যাবে। প্রধান বিচারপতি বলেন, তাহলে ২১ জুলাই বাতিল করে দিচ্ছি। কোনও মিটিং, মিছিল, সভা নয়। দুসপ্তাহ আগে আবেদন যথেষ্ট।