আজকাল ওয়েবডেস্ক: হোসে মোরিনহো আর বিতর্ক হাত ধরাধরি করে চলে। নিন্দিত এবং নন্দিত পর্তুগিজ কোচ এবার নতুন বিতর্কে জড়ালেন তুরস্কে।
কী সেই বিতর্ক? তুরস্কের সুপার লিগে ফেনেরবাচে ও আনতালিয়াস্পোর ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটে। অফসাইডের কারণে ফেনেরবাচের স্ট্রাইকার এডিন জেকোর গোল বাতিল করে দেওয়া হয়। সেটা মানতে পারেননি দ্য স্পেশাল ওয়ান। জেকো অফসাইডে ছিলেন না, তা প্রমাণ করার জন্য অভিনব ঘটনা ঘটান মোরিনহো। নিজের ল্যাপটপকে তিনি একটি টিভি ক্যামেরার সামনে রাখেন। ল্যাপটপে সেই সময়ে অফসাইডের ভিডিও চলছিল। রেফারির ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ দেখান বহু যুদ্ধের সৈনিক।
রেফারি মোরিনহোর এহেন আচরণ ভালভাবে মেনে নেননি। সটান হলুদ কার্ড দেখিয়ে দেন ফেনেরবাচে কোচকে। গোলটি বাতিল হলেও ম্যাচটি থেকে ৩ পয়েন্ট পেয়েছে মোরিনহোর দল। ফেনেরবাচে ম্যাচটি জিতেছে ২-০ গোলে।
মোরিনহো যেমন সাফল্য পেয়েছেন, তেমনই তাঁর পিছু ধাওয়া করেছে বিতর্ক। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি কোচিং করিয়েছেন। প্রায় সব ক্ষেত্রেই তিনি কিছু না কিছু বিতর্কে জড়িয়েছেন।
