আজকাল ওয়েবডেস্ক:  সিরিয়ায় খতম অন্তত ৩৭ জঙ্গি। নিশ্চিত করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। নিহত জঙ্গীদের মধ্যে রয়েছে আইএসআইএস এবং আল কায়েদার সহযোগী হুররাস আল দিনের সন্ত্রাসী সংগঠনের একাধিক শীর্ষস্থানীয় নেতা।

 

 

এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রবিবার তারা সিরিয়ার দুটি জায়গায় বিমান হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের দমন করতেই এই হামলা। আমেরিকা সহ তাঁর মিত্র গোষ্ঠীদের বিরুদ্ধে বারংবার হামলা চালিয়েছে জঙ্গীরা। তারই ফলস্বরূপ এই আক্রমণ। এর আগে ২৪ সেপ্টেম্বর,  সেন্টকম বাহিনী উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি অঞ্চলে হামলা চালিয়েছিল। সেই সামরিক অভিযানে হুররাস আল-দিনের এক সিনিয়র নেতা সহ নয়জন সন্ত্রাসী নিহত হয়েছিল।

 

 

হুররাস আল দিন সিরিয়ায় অবস্থিত আল কায়েদার এক শাখা সংগঠন যা আমেরিকা সহ পশ্চিমা দেশগুলিতে সন্ত্রাসী কাজকর্ম চালিয়ে থাকে। লাগাতার হামলা চালিয়ে এদের শীর্ষস্থানীয় দুই নেতা আব্দ-আল-রউফ এবং আবু-আব্দ আল-রহমান আল মাক্কি -কে খতম করেছে আমেরিকার সেনারা।  

 

 

সেন্টকম তার বিবৃতিতে,  ১৬ সেপ্টেম্বর আইএসআইএস প্রশিক্ষণ শিবিরে পরিচালিত একটি স্ট্রাইক সম্পর্কেও জানিয়েছে। ওইদিন ভোরে মধ্য সিরিয়ায় একটি প্রত্যন্ত আইএসআইএস প্রশিক্ষণ শিবিরে একটি বড় আকারের বিমান হামলা চালায় আমেরিকা। সেই হামলায় ২৪ জন আইএসআইএস অপারেটর নিহত হয়েছেন। তার মধ্যে ওই জঙ্গিগোষ্ঠীর চারজন সিনিয়র নেতাও রয়েছেন বলে জানিয়েছেন ইউএস সেন্ট্রাল কমান্ডের জেনারেল মাইকেল এরিক কুরিলা। এর সঙ্গে, সেন্টকম আরও নিশ্চিত করেছে তাদের এই লাগাতার আক্রমণে কোনও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি।