আজকাল ওয়েবডেস্ক: রবিবার বিকেলে হঠাৎই কলকাতায় আসছেন অনুব্রত মণ্ডল। বীরভূম ফেরার পর থেকে বাড়িতেই রয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলন করেছেন। স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেছেন। রবিবার বিকেলে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে কলকাতার দিকে রওনা দেন তিনি। জানা গিয়েছে, দিল্লি থেকে ফেরার পর তাঁর শরীর ভাল নেই। সে কারণে কলকাতায় আসছেন তিনি। তবে কোথায় চিকিৎসা করাবেন, ঠিক কী কী সমস্যা রয়েছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।
এদিন বিকেল নাগাদ মেয়ে সুকন্যাকে নিয়ে গাড়িতে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন বীরভূমের বেতাজ বাদশা। পরনে নীল পাঞ্জাবি। জল্পনা ছড়িয়েছে কলকাতায় আসার পর কী তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনুব্রতর বৈঠক হবে? রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবারই উত্তরবঙ্গে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে, তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা কম হলেও তৃণমূলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্রের খবর, কালীপুজোর পর ফের সক্রিয় রাজনীতির ময়দানে নামছেন অনুব্রত মণ্ডল। কালী পুজোর পর ব্লকে ব্লকে মিটিং করতে পারেন তিনি। জানা গিয়েছে, এখন থেকে কোর কমিটিকে বাদ দিয়ে জেলা কমিটিকে প্রাধান্য দিতে পারেন তৃণমূল নেতা। প্রসঙ্গত, কিছুদিন আগেই গরু পাচার মামলায় জামিন পেয়ে প্রায় দুই বছর পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল।
তারপর থেকে বাড়িতেই রয়েছেন তিনি। শনিবার এক প্রস্থ বৈঠক করেছেন কাজল শেখের সঙ্গে। বীরভূমে পা রেখে তাঁর গলায় শোনা গিয়েছে মমতা ব্যানার্জির নামও। দলের নেত্রীর প্রশংসা করেছেন তিনি। তবে অনুব্রত মণ্ডলের ঘর ওয়াপসির দিনেই বীরভূমে প্রশাসনিক বৈঠক ছিল মমতার। সাক্ষাতের জল্পনা উঠলেও শেষ পর্যন্ত সাক্ষাৎ হয়নি দুই পক্ষের।
