আজকাল ওয়েবডেস্ক: লরি উল্টে মৃত দুই। আহত হলেন আরও দুই জন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১টা নাগাদ জলপাইগুড়ির ধূপগুড়ি জলঢাকা সেতু সংলগ্ন ধারাইগুড়ি হিমঘরের কাছে জাতীয় সড়কে। জানা গেছে, ধূপগুড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে যাওয়ার পথে একটি পাটবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। লরির চালক এবং খালাসি ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, পাটবোঝাই লরিটি পালটি খাওয়ার সময় গাড়ির নিচে দু’জন চাপা পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান বিষ্ণু ব্যাপারী (৩০) ও মনা বালা (৪৫)। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পাট সরিয়ে গাড়িটিকে তোলার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার জেরে ধূপগুড়ি–ময়নাগুড়ি ৩১ নং জাতীয় সড়ক কয়েক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে।
