আজকাল ওয়েবডেস্ক : মধ্যপ্রদেশে ভোট হয়েছে দুদিন আগে। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সেখানে। তবে এবার নয়া বিতর্ক। অশোকনগর জেলার মহিলারা বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। অশোকনগরের নয়াখেরা গ্রামে বেশ কয়েকটি সরকারি পানীয় জলের প্রকল্প রয়েছে। কিন্তু সেখানে গেলেই প্রশ্ন করা হচ্ছে যে বিজেপিকে ভোট দেওয়া হয়েছে কিনা। মনের মত উত্তর না পেয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে গ্রামবাসীদের। তাদের জল দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী বিজেন্দ্র সিং যাদব। তিনি বলেন, এই ধরনের ঘটনা ভোটের পর কাম্য নয়। এগুলি সবই সরকারের পানীয় জলের প্রকল্প। যদিও গ্রামবাসী মহিলাদের দাবি, বিজেপি নেতারা তাদের প্রশ্ন করেছেন যে তারা বিজেপিকে ভোট দিয়েছেন কিনা। যদি তারা না বলেন তবে তাদের কপালে জল জুটছে না। বিরোধীরা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে একহাত নিয়েছে। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটাই হল বিজেপির ডবল ইঞ্জিন সরকারের আসল রূপ। যারা বিজেপিকে ভোট দেয়নি তাদের প্রতি বিজেপি যে কতটা নিষ্ঠুর তা এই ঘটনায় প্রমাণিত। ১৮ বছর ধরে বিজেপি এখানে যে অরাজকতা চালিয়ে আসছে তার জবাব মানুষ দেবে ভোটের ফলঘোষণার দিন।