মিল্টন সেন,হুগলি : অনুষ্ঠিত হলো জেলা লোকশিল্পী সম্মেলন। শুক্রবার হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান অমিত রায়, শিক্ষা - সংস্কৃতি কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি প্রমুখ।
এই সম্মেলনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে লোকশিল্পীদের সামনে জেলা প্রশাসনের প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আলোচনা করেন। এই সম্মেলন থেকে সমৃদ্ধ হয়ে এই লোকশিল্পীরা আগামী এক বছর, জেলায় রাজ্য সরকারের এই উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রচার করবেন।
