আজকাল ওয়েবডেস্ক:  নামিবিয়ার একটি পরিচিত উপজাতি হিম্বা। এদের বর্তমান জনসংখ্যা প্রায় ৫০ হাজার। তাঁদের নিজেদের বাড়ি থাকলেও তারা জলের অভাবে ভোগেন। তবে এতসবের মধ্যে এদের অভিনব বিয়ের পদ্ধতি গোটা বিশ্ববাসীকে চমকে দিয়েছে। হিম্বা জাতির বিয়ের অনুষ্ঠানে নববধূকে বিয়ের আগে অপহরণ করা হয়। এরপর তাঁকে একটি ঘরে কড়া নিরাপত্তার মধ্যে ১০০ দিন ধরে আটকে রাখা হয়।

 

এই সময় লাল বালি তাঁর সারা শরীরে মাখিয়ে দেওয়া হয়। এই ছবি বর্তমানে ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। এই সময় সে নানা ধরণের গয়না এবং জামা দিয়ে প্রলোভন দেখানো হয়। এইসময় লেদারের তৈরি একটি কাপড় সে পড়ে থাকে। এই কাপড় তাঁকে তাঁর মা দেয়। ছবিতে দেখা গিয়েছে নববধূ মাটিতে বসে রয়েছে এবং তার সারা দেহে লাল বালি মাখানো রয়েছে।

 

নেটিজেনরা এরপরই এই ভিডিও নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছে এইভাবে একজন মহিলার উপর অত্যাচার করা উচিত নয়। এটা মানবিকতাকে খুন করার সমান। এখানেই শেষ নয়, প্রথা অনুসারে এই উপজাতির মহিলারা তাঁদের স্বামীর সঙ্গে বিয়ের আগে অন্য একজনের সঙ্গে রাত কাটাতে হয়। এই প্রথার উদ্দেশ্য হল সবধরণের হিংসাকে বর্জন করা। এই সময় তাঁর স্বামী অন্য একটি ঘরে ঘুমোবে। এই উপজাতির মহিলারা সাধারণত একজন পুরুষের সঙ্গেই বিবাহ হয়ে থাকে। কিন্তু হিম্বা প্রজাতির পুরুষ একই সময় দুটি স্ত্রীর সঙ্গেই ঘর করতে পারেন।