আজকাল ওয়েবডেস্ক: অফিস টাইম। ভিড়ে ঠাসা মেট্রো। বন্ধ হচ্ছিল না দরজা। ফলে ২০ মিনিট স্টেশনেই আটকে থাকল মেট্রো।
বুধবার ঘটনাটি ঘটে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। ১০টা ১৫ মিনিটে মেট্রোটি ছাড়ার কথা ছিল। অফিস টাইমে মেট্রোয় ভিড় ছিল যথেষ্ট। দরজা বন্ধ হওয়ার সময় দেখা যায়, একটি দরজা বন্ধ হচ্ছে না। প্রযুক্তির সাহায্যে একাধিকবার চেষ্টা করলেও দরজা বন্ধ হয়নি। এর পর চালক নেমে এসে ম্যানুয়ালি দরজা বন্ধ করেন। এই ঘটনার জেরে প্রায় ২০ মিনিট দেরিতে ছাড়ে মেট্রো। কর্মস্থলে যেতে দেরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির ফলেই এই ঘটনা।
প্রসঙ্গত, দমদম শাখায় মেট্রোর সমস্যা নিত্য ঘটনা। প্রায়শই যান্ত্রিক ত্রুটি কিংবা আত্মহত্যার ঘটনার জেরে মেট্রো চলাচল ব্যাহত হয়। এবার যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটল সদ্য চালু হওয়া হাওড়া মেট্রোয়।
