বাঁকুড়া জেলার বেলিয়াটোরের তেইশ বছর বয়সী যুবক রাহুল লোহার বিশ্বকাপে ভারতের পরাজয়ে হতাশ হয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, তিনি একজন কট্টর ক্রিকেট ভক্ত ছিলেন এবং বিশ্বকাপে দেশের পরাজয় মেনে নিতে পারেননি। মানসিক অবসাদের জেরেই নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। পরিবারের দাবি, বিশ্বকাপে ভারতের হারের কারণেই এই আত্মহত্যা।
