আজকাল ওয়েবডেস্ক: গত সাত দিনের মধ্যে তিনবার সোনা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে দিল দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ জওয়ানরা। জানা গিয়েছে, রবিবার বাংলাদেশ থেকে এক ব্যক্তি ভারতে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে। পেস্ট আকারে অন্তর্বাসের ভেতর সোনা লুকিয়ে ভারতে পাচার করার চেষ্টায় ছিল অভিযুক্ত। আটক করা সোনার মূল্য প্রায় ৫৯ লক্ষের কাছাকাছি। বিএসএফ সূত্রে খবর, সিকিউরিটি চেকিং চলাকালীন মেটাল ডিটেক্টরের মাধ্যমে অভিযুক্তের শরীরে ধাতব পদার্থের হদিশ পাওয়া যায়।
তল্লাশি চালাতেই উদ্ধার হয় সোনার একটি প্যাকেট। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। অভিযুক্তের বাড়ি কেরালায় বলে জানা গিয়েছে। জেরায় অভিযুক্ত জানিয়েছে, দুবাই থেকে সোনার প্যাকেটটি নিয়ে কলকাতায় পাচার করার কথা ছিল তার। গোটা কাজের জন্য কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছিল তাকে। দুবাই থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় প্রবেশ করার চেষ্টায় ছিল অভিযুক্ত। কিন্তু জওয়ানরা সজাগ থাকায় গত সাত দিনে তিন নম্বর পাচার রুখল বিএসএফ।
তল্লাশি চালাতেই উদ্ধার হয় সোনার একটি প্যাকেট। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। অভিযুক্তের বাড়ি কেরালায় বলে জানা গিয়েছে। জেরায় অভিযুক্ত জানিয়েছে, দুবাই থেকে সোনার প্যাকেটটি নিয়ে কলকাতায় পাচার করার কথা ছিল তার। গোটা কাজের জন্য কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছিল তাকে। দুবাই থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় প্রবেশ করার চেষ্টায় ছিল অভিযুক্ত। কিন্তু জওয়ানরা সজাগ থাকায় গত সাত দিনে তিন নম্বর পাচার রুখল বিএসএফ।
