সংবাদসংস্থা মুম্বই: স্ত্রী শিবানী দান্ডেকারের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ফারহানের পোস্ট থেকে হেসে খুন নেটিজেনরা। শিবানীর একটি ছবি পোস্ট করেন ফারহান। সেখানে তাঁকে দেখা যাচ্ছে সাদা পোশাক ও মাথায় একটি বড় টুপি পড়ে। ছবির সঙ্গে ফারহান লেখেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমায়। মাথায় ধোসা নিয়ে দাঁড়িয়ে সুন্দর ছবি তোলা তোমার পক্ষেই সম্ভব।"

 

শিবানীর মাথায় বড় টুপিটি মজার ছলে ধোসার সঙ্গে তুলনা করেছেন ফারহান। তাঁর এই পোস্ট দেখে হাস্যকর প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার থেকে শুরু করে ফারহান আখতারের বোন পরিচালক জোয়া আখতারও। এমনকী বাদ যাননি শাবানা আজমিও। ওই পোস্টের মন্তব্যে তিনি লেখেন, "সত্যিই ফারহান তুমি পার বটে। এক সেকেন্ডের জন্য আমি ভেবেছিলাম সত্যিই শিবানী মাথায় ধোসা নিয়ে দাঁড়িয়ে আছে।"

 

 

প্রসঙ্গত, প্রথম স্ত্রী অধুনা ভবানীর সঙ্গে বিচ্ছেদের পর প্রায় তিন বছর শিবানীর সঙ্গে সম্পর্কে ছিলেন ফারহান। এরপর ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি পরিবারের সদস্য এবং কাছের বন্ধুদের সাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়েন‌ দু'জন। 

 

 

এদিকে, দীর্ঘদিন পর 'ডন ৩'-এর মাধ্যমে পরিচালকের আসনে ফিরছেন ফারহান। এছাড়াও তাঁর পরিকল্পনায় রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ, আলিয়া ভাটকে নিয়ে বন্ধুত্ব উদ্ যাপনের ছবি 'জি লে জারা'। অন্যদিকে, শিবানীকে শেষ দেখা গিয়েছিল 'মেড ইন হেভেন ২'-এ।