আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদের ফরাক্কা থানার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কয়েকজন ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ এবং তাদের শ্লীলতাহানি করার অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করল ফরাক্কা থানার পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, ‘‌ধৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘‌পকসো’‌ আইনে মামলা রুজু করা হয়েছে।’‌ মঙ্গলবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হবে। 




পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে তার স্কুলের কয়েকজন ছাত্রীর অভিভাবক অভিযোগ করেছেন তিনি চতুর্থ শ্রেণির কয়েকজন ছাত্রীর সঙ্গে গত কয়েকদিন ধরে অশালীন আচরণ করছিলেন। এর পাশাপাশি ওই ছাত্রীদের শরীরে হাত দিয়ে প্রধান শিক্ষক তাদের শ্লীলতাহানি করেছিলেন বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে ছাত্রীরা প্রতিবাদ করলে প্রধান শিক্ষক তাদের স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। এমনকি ছাত্রীরা ঘটনাটি তাদের মা–বাবাকে জানালে তার পরিণতিও খারাপ হবে বলে ওই প্রধান শিক্ষক হুমকি দিয়েছিলেন বলে কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন। 



প্রধান শিক্ষকের ভয়ে ছাত্রীরা প্রথমে ঘটনাটি কাউকে না জানালেও পরে অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেলে ওই স্কুলেরই একজন সহকারী শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষককে তারা গোটা ঘটনাটি জানায়। ওই শিক্ষকদের কাছ থেকে স্কুলের অভিভাবকরা শ্লীলতাহানির ঘটনাটি জানতে পেরে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরই সোমবার রাতে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে ফরাক্কা থানার পুলিশ। গোটা ঘটনাটি ইতিমধ্যেই অভিভাবকদের তরফে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সহ ফরাক্কার বিডিওকেও অভিযোগ আকারে জানানো হয়েছে।