নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' শুরুর দিন থেকেই টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যে জায়গা করে নিয়েছে। দর্শকের মনে অল্পদিনেই জায়গা করে নিয়েছে 'হৃদান' ও 'ডায়মন্ড'-এর জুটি।
ধারাবাহিকে হঠাৎই পরিস্থিতির চাপে বিয়ে করতে বাধ্য হয় 'ডায়মন্ড'-'হৃদান'। বিয়ের পর শ্বশুরবাড়ির সবার মন জুগিয়ে চলতে গিয়ে নাজেহাল 'ডায়মন্ড'। একদিকে তার পরিবারের পাশে দাঁড়ানোর লড়াই, অন্যদিকে নতুন শ্বশুরবাড়ির নানা চক্রান্তের জালে জড়িয়ে পড়া। সব মিলিয়ে 'ডায়মন্ড'-এর জীবন এখন দোলাচলে।
এরমধ্যেই সে খুঁজে চলেছে ফুড ব্লগারের পরিচয়ের আড়ালে 'হৃদান'-এর আসল পরিচয়। এইসবের মাঝে শুরু হল বাড়ির সেরা বউ হওয়ার লড়াই। 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'-এর আগামী পর্বে দেখা যেতে চলেছে, 'ঠাম্মি' বাড়ির 'সেরা বউ'কে তাঁর হিরের হার উপহার দেবেন ঘোষণা করেন। কিন্তু বাড়ির 'সেরা বউ' হতে গেলে 'ঠাম্মি'র কথা মতো ৫০০ টাকার মধ্যে রান্না করতে হবে ৫টি ভিন্ন স্বাদের পদ। আর এই শর্ত শুনেই মাথায় হাত বাকিদের। কিন্তু একটুও ভয় না পেয়ে এই লড়াইয়ে বাজিমাত করে 'ডায়মন্ড'। দারুণ স্বাদের ৫টি পদ রেঁধে 'ঠাম্মি'র মন জয় করে সে। এরপর হিরের নেকলেস 'ডায়মন্ড'-এর হাতে তুলে দেন 'ঠাম্মি'। কিন্তু 'ডায়মন্ড' বলে, এই নেকলেস সেট তখনই নেবে, যখন বাড়ির সবার মন জয় করে প্রত্যেকের চোখে 'সেরা বউ' হয়ে উঠবে সে।
'ডায়মন্ড' কি পারবে নিজের কথায় অনড় থাকতে? পরিবারের সবার মন জয় করে কবে হয়ে উঠবে সে 'সেরা বউ'? জানতে হলে দেখতে থাকুন প্রতিদিন রাত ন'য়টা জি বাংলার 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'।
ধারাবাহিকে হঠাৎই পরিস্থিতির চাপে বিয়ে করতে বাধ্য হয় 'ডায়মন্ড'-'হৃদান'। বিয়ের পর শ্বশুরবাড়ির সবার মন জুগিয়ে চলতে গিয়ে নাজেহাল 'ডায়মন্ড'। একদিকে তার পরিবারের পাশে দাঁড়ানোর লড়াই, অন্যদিকে নতুন শ্বশুরবাড়ির নানা চক্রান্তের জালে জড়িয়ে পড়া। সব মিলিয়ে 'ডায়মন্ড'-এর জীবন এখন দোলাচলে।
এরমধ্যেই সে খুঁজে চলেছে ফুড ব্লগারের পরিচয়ের আড়ালে 'হৃদান'-এর আসল পরিচয়। এইসবের মাঝে শুরু হল বাড়ির সেরা বউ হওয়ার লড়াই। 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'-এর আগামী পর্বে দেখা যেতে চলেছে, 'ঠাম্মি' বাড়ির 'সেরা বউ'কে তাঁর হিরের হার উপহার দেবেন ঘোষণা করেন। কিন্তু বাড়ির 'সেরা বউ' হতে গেলে 'ঠাম্মি'র কথা মতো ৫০০ টাকার মধ্যে রান্না করতে হবে ৫টি ভিন্ন স্বাদের পদ। আর এই শর্ত শুনেই মাথায় হাত বাকিদের। কিন্তু একটুও ভয় না পেয়ে এই লড়াইয়ে বাজিমাত করে 'ডায়মন্ড'। দারুণ স্বাদের ৫টি পদ রেঁধে 'ঠাম্মি'র মন জয় করে সে। এরপর হিরের নেকলেস 'ডায়মন্ড'-এর হাতে তুলে দেন 'ঠাম্মি'। কিন্তু 'ডায়মন্ড' বলে, এই নেকলেস সেট তখনই নেবে, যখন বাড়ির সবার মন জয় করে প্রত্যেকের চোখে 'সেরা বউ' হয়ে উঠবে সে।
'ডায়মন্ড' কি পারবে নিজের কথায় অনড় থাকতে? পরিবারের সবার মন জয় করে কবে হয়ে উঠবে সে 'সেরা বউ'? জানতে হলে দেখতে থাকুন প্রতিদিন রাত ন'য়টা জি বাংলার 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'।
