আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় সকাল থেকে আকাশের মুখভার। ঝেঁপে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মেঘ সরে কিছুক্ষণের জন্য রোদ উঠলেও, বেলা গড়ালে আবারও ঝমঝমিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা। এই আবহাওয়া কতদিন থাকবে?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের মাঝামাঝি ভারি বৃষ্টি হতে পারে।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে আগামী শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে।
অন্যদিকে আজ ভারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে। ভারি বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে। আগেভাগেই তার জন্য সতর্ক করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের মাঝামাঝি ভারি বৃষ্টি হতে পারে।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে আগামী শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে।
অন্যদিকে আজ ভারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে। ভারি বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে। আগেভাগেই তার জন্য সতর্ক করা হয়েছে।
