শুক্রবার ১১ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১০ আগস্ট ২০২৪ ১২ : ৪৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ২০২২ সাল থেকে শুরু করেছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। এরই প্রধান অঙ্গ ‘হর ঘর তিরঙ্গা’। স্বাধীনতা দিবসে নিজেদের ঘরে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। চলতি বছরেও এই উৎসব চলছে। ৯ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। যে কেউ ‘হর ঘর তিরঙ্গা’য় অংশ নিতে পারেন। জাতীয় পতাকা নিজের বাড়িতে তুলুন এবং সেটি নিয়ে একটি সেলফি তুলুন। এরপর সেই ছবিটি হরঘরতিরঙ্গা ডট কমে গিয়ে পোস্ট করুন। তবে যারা এখনও বিষয়টি জানেন না তাঁরা জেনে নিন কীভাবে পাবেন নিজেদের সার্টিফিকেট।
১. প্রথমে হরঘরতিরঙ্গা ডট কমের হোমপেজে গিয়ে ক্লিক টু পার্টিসিপেটে ক্লিক করুন।
২. এরপর নিজের নাম, ফোন নম্বর, রাজ্য, দেশ নথিভুক্ত করুন।
৩. এরপর আপনার সামনে একটি লেখা আসবে, সেথানে লেখা থাকবে, আমি প্রতিজ্ঞা করছিল আমি তিরঙ্গা উত্তোলন করব। দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা রাখব এবং দেশের উন্নতিতে নিজেকে অর্পন করব।
৪. টেক প্লেজের এই স্টেপ করার পর একটি নতুন পেজ খুলে যাবে। সেখানেই তিরঙ্গা নিয়ে নিজের ছবি আপলোড করুন।
৫. এরপর পোর্টালের হিসেবমত সাবমিট করুন।
৬. এরপর জেনারেট সার্টিফিকেটে গিয়ে ক্লিক করতে হবে।
৭. এরপরই ডাউনলোডে গিয়ে নিজের সার্টিফিকেট পেয়ে যাবেন।
সবার শেষে বলি, এই ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করুন। তাতে দেশ এবং জাতির প্রতি আপনার সম্মানকে সকলেই কুর্নিশ করবে।