শিবানী মুখার্জি পান্ডে: কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শতবর্ষ ‌‌উদযাপন শুরু হয়েছে৷ কলকাতার যিশু,আবৃত্তিয়ান, মঙ্গলদীপ, ছন্দবীথিকা, অনুবাক ও ফলতা নবচেতনার আয়োজনে। নিউটাউনের অনুষ্ঠানের সহযোগিতায় ছিল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। সারা বছর ব্যাপী এই শতবর্ষ পালন করা হবে৷ কলকাতা তথা বিভিন্ন শহরে, জেলায়, এমনকি বিভিন্ন রাজ্যেও অনুষ্ঠান হবে। কলকাতায় প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয়েছে ৩০ অক্টোবর। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। বাংলা অ্যাকাডেমি থেকে শুরু করে কলকাতার নানা সভাগৃহে চলছে শ্রদ্ধা নিবেদন৷ সম্প্রতি সূচনা হল শিশির মঞ্চে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবোধ সরকার, আলাপন বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণরূপ চক্রবর্তী, সোনালী চক্রবর্তী, কাকলী চক্রবর্তী, সুজিত সরকার প্রমুখ। পরবর্তী অনুষ্ঠানগুলিতে শুভাপ্রসন্ন, অভিরূপ সরকার, রতনতনু ঘাটি, কাজল সূর, হিমবন্ত বন্দ্যোপাধ্যায়, বিনায়ক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। 
অংশ নিয়েছেন বহু কবি ও আবৃত্তিকার৷ এসেছিলেন এক বুলগেরিয়ান ও এক রাশিয়ান কবিও৷ দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হবে নানা জেলায় ও রাজ্যে।