আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ এবং অশান্তি, দুইয়ের আশঙ্কায় সদ্যোজাত সন্তানকে ডাস্টবিনে ছুড়ে পালিয়ে গেলেন মা। ডাস্টবিন থেকে সদ্যোজাতকে উদ্ধারের পরেই অভিযুক্ত ১৮ বছরের কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি।

ভয়াবহ ঘটনাটি ঘটেছে টেক্সাসে। হিউস্টন ফায়ার ডিপার্টমেন্ট ডাস্টবিন থেকে সদ্যোজাতকে উদ্ধার করে প্রথমে টেক্সাস শিশু হাসপাতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসকরা জানান, সদ্যোজাতর শারীরিক অবস্থা স্থিতিশীল। তার স্বাস্থ্যের কথা ভেবেই এরপর শিশু সুরক্ষা দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় তিনি স্বীকার করেন, সদ্যোজাতর জন্মের পর তাকে আবর্জনার ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। বারবার বলতে থাকেন, তিনি যদি এই পদক্ষেপ না করতেন, তাহলে প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যেত। এই সন্তান জীবিত থাকুক, তা চাননি তাঁর প্রেমিক।

গ্রেপ্তারির পর শুক্রবার অভিযুক্ত মাকে আদালতে পেশ করা হয়। বিচারপতি তীব্র সমালোচনা করে বলেন, হিউস্টনের গরমে খোলা জায়গায় দীর্ঘক্ষণ সদ্যোজাতটি থাকলে তার মৃত্যু পর্যন্ত হতে পারত। ভাগ্যক্রমে সে বেঁচে আছে। ৯০ হাজার ডলার বন্ডে জামিন মঞ্জুর করে। যা দিতে তিনি অপারগ। বর্তমানে হ্যারিস কাউন্টি জেলে বন্দি অভিযুক্ত।