আজকাল ওয়েবডেস্ক: আমহার্স্ট স্ট্রিট থানায় মারধরের ফলে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল। মেডিক্যাল কলেজে বছর বিয়াল্লিশ- এর ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হলে, তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা। এরপর বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। বেশ কিছুক্ষণ অবরোধ চলে কলেজ স্ট্রিটে। বিক্ষুব্ধ পরিবার সমাজমধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে। ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, বেনিয়াটোলার অশোক কুমার শী ফোন কিনেছিলেন। সেই মোবাইল "চোরাই" বলে তদন্তের জন্য পুলিশ ওই ব্যক্তিকে থানায় তলব করে। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে অশোকের পরিবার। এছাড়াও অভিযোগ, পুলিশের ভয়ে হার্ট ফেল করেছেন ওই ব্যক্তি।
