বৃহস্পতিবার ২৯ মে ২০২৫

সম্পূর্ণ খবর

সাধুরবেশে সরকারি আবাসনে ঢুকে গৃহবধূর সোনার গহনা লুঠ করে পালাল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বুধবার ফরাক্কা ব্যারেজ প্রকল্পের সরকারি আবাসনে। গৃহবধূর অভিযোগ, প্রায় তিন ভরি সোনার গয়না ছলনা করে নিয়ে পালিয়েছে সাধুবেশী দুই ব্যক্তি।

রাজ্য | FAKE CASE : সাধু সেজে 'অসাধু' কারবার, সর্বস্ব খোয়ালেন গৃহবধূ

Sumit | ১৯ জুলাই ২০২৪ ১৪ : ৫৯Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : সাধুরবেশে সরকারি আবাসনে ঢুকে গৃহবধূর সোনার গহনা লুঠ করে পালাল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বুধবার ফরাক্কা ব্যারেজ প্রকল্পের সরকারি আবাসনে। গৃহবধূর অভিযোগ, প্রায় তিন ভরি সোনার গয়না ছলনা করে নিয়ে পালিয়েছে সাধুবেশী দুই ব্যক্তি।

জানা গিয়েছে, বুধবার সকাল ১১ টা নাগাদ দু'জন ব্যক্তি সাধুর বেশে ওই সরকারি আবাসনে প্রবেশ করে। তারপর তাঁরা মিতালী মল্লিক ও শিবা মল্লিক নামের এক দম্পতির কোয়ার্টারে যান। সেখানে গিয়ে প্রথমেই তাঁরা ভিক্ষে চায় এবং মিতালীর স্বামীর পেশাগত বিষয় বিভিন্ন কথা বলতে থাকেন। তারপর একজন 'সাধু' মিতালীর কাছ থেকে এক গ্লাস জল খেতে চান। সেই সময় অপর এক 'সাধু' জাদু খেলা দেখাবে বলে ওই গৃহবধূর কাছ থেকে কিছু টাকা চান।

তবে মিতালীদেবী প্রথমে টাকা দিতে অস্বীকার করেন। কিন্তু বারংবার দুই 'সাধু' তাঁকে অনুরোধ করতে থাকলে কথার ফাঁদে পড়ে মিতালীদেবী দু'জনের হাতে ১৬০ টাকা তুলে দেন। তারপরই তাঁরা বিভিন্ন ম্যাজিক করে ওই টাকা দ্বিগুণ করে দেখায় ।

এরপর ওই সাধুবেশী ব্যক্তিরা গৃহবধূর কাছ থেকে তাঁর সমস্ত সোনা ও রুপোর গয়না চান সেগুলো দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে।

মিতালিদেবী বলেন,"তখনও কিছু বুঝতে না পেরে তাঁদের কথার ফাঁদে পড়ে মন্ত্রমুগ্ধ হয়ে ঘরে থাকা প্রায় তিন ভরি সোনার গয়না আমি দুই সাধুর হাতে তুলে দিই। এরপর একটি শাড়ির মধ্যে সমস্ত সোনার অলংকারগুলো রেখে শাড়িটিকে বেঁধে দিয়ে 'পোটলা'টি আলমারির লকারের মধ্যে রেখে দিতে বলেন এবং বৃহস্পতিবার বিকেলের পর ওই শাড়িটি খুলে দেখতে বলেন। সেই সঙ্গে এও বলে দেন শাড়িটি খোলার আগে যেন কাউকে কিছু জানানো না হয়।"

দুই 'সাধুর' কথামত গতকাল বিকেলে পাঁচটায় ওই গৃহবধূ শাড়িটি খুলে দেখেন তারমধ্যে কোনওরকম অলংকার নেই। তার বদলে রয়েছে কিছু রুদ্রাক্ষের তাবিজ ও ঠাকুরের মূর্তি। এই দৃশ্য দেখার পর কান্নায় ভেঙে পড়েন গৃহবধূ। তখন ওই মহিলা বুঝতে পারেন সাধুবেশী দুই দুষ্কৃতী তাঁদেরকে প্রতারিত করে সোনার গহনা লুট করে নিয়ে গেছে।

বিষয়টি জানাজানি হতেই বৃহস্পতিবার বিকেলে ফরাক্কা থানায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মল্লিক দম্পতি। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।


murshidabad

নানান খবর

নানান খবর

শরীরের উপরের অংশ মানুষের মতো, নিম্নাংশের আকৃতি যেন মাছের লেজ! বর্ধমানের হাসপাতালে জন্ম নিল 'মৎস্যকন্যা'

শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষককে ধারাল অস্ত্রের কোপ, প্রতিবাদে থানায় ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ, অবরোধ

মোদির সভায় বিক্ষুব্ধ অনন্ত মহারাজকে আমন্ত্রণ টিগ্গার,গ্রেটারের কর্মী সমর্থকরা কি সভায় যাচ্ছেন? সাংসদ যা উত্তর দিলেন

টিউমার ফেটে গলে গিয়েছিল শরীরের ভিতর, আধুনিক পরিকাঠামো ছাড়াই জটিল অপারেশন চন্দননগর হাসপাতালে

আচমকা বিস্ফোরণ, কেঁপে উঠল থানা, কালো ধোঁয়ায় ঢেকে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন

আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী

বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’

কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ

পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার

যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার 

ব্যবহার করা হল বিশেষ তরঙ্গ, সুন্দরবনের উপকূল রক্ষী বাহিনীর দপ্তরের খুব কাছ থেকেই যোগাযোগ করা হল ১৪টি দেশের সঙ্গে

পরনে লুঙ্গি গায়ে গামছা, মুখে মাস্ক, রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছেন মন্ত্রী, কিন্তু কেন?‌ 

বাজ পড়ে আগুন, তুমুল চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে

পেটের মধ্যে ছোট ছোট বলের আকারে জমা ছিল তরল, ফাটলেই হত সর্বনাশ, বিরল রোগে জটিল অস্ত্রোপচার মেডিক্যাল কলেজে

গঙ্গায় স্নান করতে নেমেই যত বিপত্তি, তলিয়ে গেল কিশোর

সোশ্যাল মিডিয়া