আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকাল থেকে উদ্ধার কার্য শুরু হয়েছিল। মঙ্গলবার তৃতীয় দিনে পড়ল উত্তরকাশীতে ভেঙে পড়া টানেলের উদ্ধার অভিযান। ৪০ জন শ্রমিক ভেতরে আটকে। জানা গিয়েছে, তাদের বের করে আনতে ৯০০ মিলিমিটার চওড়া পাইপ ব্যবহার করা হবে। সেই পাইপ দিয়েই ওপরে নিয়ে আসা হবে শ্রমিকদের। একটি বিশেষ ধরনের যন্ত্র নিয়ে আসা হয়েছে। যার মাধ্যমে ধ্বংসাবশেষ পরিস্কার করার চেষ্টা চলছে। পাশাপশি, শ্রমিকদের প্রয়োজনীয় অক্সিজেন, জল এবং খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। উদ্ধারকার্যের গতি বাড়াতে ঘটনাস্থলে পৌঁছেছেন সেচ দপ্তরের আধিকারিকরাও।
সুড়ঙ্গের একটি অংশ সম্পূর্ণ আটকে রয়েছে ভেঙে পড়া পাথর, সিমেন্টের চাঁইয়ে। উল্লেখ্য, হৃষিকেশ-যমুনোত্রী জাতীয় সড়কে সারা বছর চলাচল করার উপযোগী রাস্তা নির্মাণের অঙ্গ হিসেবে সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই টানেলটি তৈরি হচ্ছিল। রবিবার ভোরে হঠাৎ তার কিছু অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বর্ডার রোডস অর্গানাইজেশন, আইটিবিপি জওয়ানরা। ঘটনার খবর পেয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্র।