আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহেই পুনেতে ন'জনের শরীরে মিলল জিকা ভাইরাসের সংক্রমণ। আক্রান্তদের মধ্যে দুইজন অন্তঃসত্ত্বা মহিলা। জিকা ভাইরাসে আক্রান্ত অন্তঃসত্ত্বাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। মঙ্গলবার পুনের স্বাস্থ্য দপ্তরের তরফে এ তথ্য জানানো হয়েছে।
এ পর্যন্ত পুনেতে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। গত সপ্তাহে ৬ জন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল। তাঁদের মধ্যেও দুইজন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। জিকা ভাইরাসে আক্রান্তদের মধ্যে অধিকাংশই ইরান্ডওয়ান এলাকার বাসিন্দা।
পুরসভার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মোট ১০৯ জনের নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। ১৬ জন অন্তঃসত্ত্বার নমুনাও পাঠানো হয়েছে।
পুনের ইরান্ডওয়ানে জিকা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বাড়তেই এলাকায় নজরদারি চালাচ্ছেন স্বাস্থ্যকর্তারা। এডিস মশা থেকে এই ভাইরাস ছড়ায়। জ্বর, শ্বাসকষ্ট, ব়্যাশের মতো উপসর্গ দেখা দেয়। গুরুতর সমস্যা সৃষ্টি না করলেও, অন্তঃসত্ত্বাদের জন্য জিকা ভাইরাস বিপজ্জনক। পুনেয় জিকা ভাইরাসের বাড়বাড়ন্তের খবর পেয়েই সব রাজ্যকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।