আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্য দু’দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত করা। সেই লক্ষ্যেই তৃতীয়বার সরকারে বসার পর রাশিয়া গেলেন নরেন্দ্র মোদি। সোমবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী। তার বেশকিছু ঝলক সমাজমাধ্যমে দেখা গিয়েছে। তাতে রয়েছে পুতিন-মোদির আলিঙ্গনের ছবি, রুশ প্রেসিডেন্টের বাসভবনে চায়ের-আড্ডা, নৈশভোজের ছবি।

তবে এই বেশকয়েকটি ছবি থেকে যেমন দুই রাষ্ট্রনেতার সু-সম্পর্ক প্রকাশ্যে এসেছে, তেমনই জল্পনা বেড়েছে অপর এক বিষয়ে। কারণ, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলিতে মোদি-পুতিনের সঙ্গেই নজরে এসেছেন এক মহিলা। দুই রাষ্ট্রনেতার আলিঙ্গনবদ্ধ মুহূর্ত হোক কিম্বা একান্ত নৈশভোজ, প্রায় সব জায়গায় কালো পোশাকে দেখা গিয়েছে তাঁকে। কয়েকঘন্টায় জল্পনার পারদ চড়েছে কয়েকগুন।


তাহলে কে তিনি? জানা যাচ্ছে তিনি আদতে একজন দোভাষী। প্রশ্ন, মোদি-পুতিনের সাক্ষাতে তাঁর ভূমিকা কী? জানা যাচ্ছে সাক্ষাৎকালে দু’জনেই নিজেদের মাতৃভাষায় কথাবার্তা বলেছেন। পুতিন যেমন আলাপচারিতা সেরেছেন রুশ ভাষাতেই, তেমন মোদিও প্রশ্নোত্তর পর্ব চালিয়েছেন হিন্দি ভাষায়। সেক্ষেত্রে, দু’ জনের একে অপরের কথা বোঝার জন্য উপস্থিত ছিলেন দোভাষীরা। রুশ-ভাষা হিন্দিতে মোদিকে বলার জন্যই সেখানে হাজির ছিলেন ওই মহিলা। সূত্রের খবর, সোমবারের সাক্ষাতে মোদির প্রশস্তি শোনা গিয়েছে পুতিনের মুখে।


উল্লেখ্য, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের পর রাশিয়া-ভারতের সমীকরণ কোনদিকে যায়, মোদি-পুতিনের আলোচনায় উঠে আসে কোন কোন দিক সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। সোমবার বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মেন্টুরভ। তারপরেই প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি।