আজকাল ওয়েবডেস্ক : দুদিনের সফরে ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে এশিয়ার দশটি দেশের প্রতিরক্ষা বিষয়ে বৈঠক হবে। প্রতিটি দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, যেভাবে বিশ্বে ফের সন্ত্রাস মাথা চাড়া দিয়ে উঠছে তাতে সকল দেশের পক্ষেই তা অশনি সঙ্কেত। তাই এশিয়ার বিভিন্ন দেশগুলি একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এই বৈঠকে ভারত, চিন, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, কোরিয়া, রাশিয়া এবং আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীরা উপস্থিত থাকবেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এই বৈঠক হবে। বৈঠক হবে ১৬ এবং ১৭ নভেম্বর। এছাড়া প্রতিটি দেশের সঙ্গে আলাদাভাবে প্রতিরক্ষা নিয়েও বৈঠক করবেন রাজনাথ সিং। রাজনাথ সিং আরও বলেন, ভারত এশিয়ার বাজারে এখন বৃহত্তর একটি শক্তিধর দেশ। নিজেদের পাশাপাশি প্রতিবেশী দেশগুলির নিরাপত্তা নিয়েও ভারত চিন্তিত। যদিও প্রতিরক্ষা বিষয়টি প্রতিটি দেশের নিজস্ব, তবে যদি সকলে মিলে একসঙ্গে থাকা যায় তবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে।
