অতীশ সেন, ডুয়ার্স:‌ ধান ক্ষেতে ঢুকে পড়া হাতি তাড়াতে গিয়ে নাগরাকাটায় এক যুবকের মৃত্যু হল। আহত আরও এক। প্রসঙ্গত, মাদারিহাট–বীরপাড়া, বানারহাট ও নাগরাকাটার এই তিনটি ব্লকে গত এক মাসে হাতির হামলায় মারা গেল দশ জন। জানা গিয়েছে কালীপুজোর রাতে নাগরাকাটার খেরকাটা বস্তির বেঞ্জামিন মুন্ডার ধানক্ষেতে এক দল বুনো হাতি ঢুকে পড়ে। গ্রামেরই বাসিন্দা সন্দেশ ওঁরাও, বালকরাম ওঁরাও সহ বেশ কয়েকজন যুবক সেই সময়ে কালীপুজো দেখতে বেরিয়েছিল। তাঁরা ধানক্ষেতে হাতি ঢোকার খবর পেয়ে হাতি তাড়াতে যায়। অন্ধকারে হাতি তাড়ানোর সময় একটি হাতি তাদের দিকেই উল্টে তেড়ে আসে। হাতির হামলায় দু’‌জন আহত হন। গুরুতর আহত সন্দেশ ওঁরাও হাসপাতালে মারা যান। বনদপ্তর জানিয়েছে, মৃত যুবকের পরিবারকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতের চিকিৎসার ব্যবস্থা করেছে বনদপ্তর।