বিরাট কোহলির রেস্তরাঁয় খেতে যাবেন? সপরিবারে যেতেই পারেন। তবে যাওয়ার আগে অন্তত একবার জেনে নিন খাবারের দাম। পরে না হয় পস্তাতে হয়।
2
6
কোহলির রেস্তরাঁ ব্যবসা মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাইয়ে রয়েছে। মুম্বইয়ে প্রথম রেস্তরাঁ খুলেছিলেন সেই ২০২২ সালে। প্রথম দিকে সব ঠিকঠাকই চলছিল। কিন্তু দিন দিন খাবারের দাম এতই বেড়েছে যে খাদ্যরসিকরা মুখ ফিরিয়েছেন বিরাটের রেস্তরাঁ থেকে।
3
6
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিরাটের এই ওয়ান এইট কমিউন রেস্তরাঁ চেনের অন্যতম একটি রয়েছে মুম্বইয়ে জুহু বাংলো গৌরী কুঞ্জে। যে বাংলো একসময় ছিল কিশোর কুমারের।
4
6
সেই রেস্তরাঁয় এখন খেতে যাওয়াই দায়। দাম শুনলে চোখ কপালে উঠবে।
5
6
খাদ্য সরবরাহকারী সংস্থা জোম্যাটো অনুযায়ী, স্টিমড রাইস এর দাম এখানে ৩১৮ টাকা। সল্টেড ফ্রাইয়ের দাম ৩৪৮ টাকা। একটি তন্দুরী রুটি বা বেবি নানের দাম ১১৮ টাকা। একটি চিস কেকের দাম ৭৪৮ টাকা। এছাড়া থালির ব্যবস্থাও রয়েছে। যা শুরু ৫১৮ টাকা থেকে। সর্বোচ্চ দাম ৮১৮ টাকা।
6
6
এছাড়া এক প্লেট ফ্রাইড রাইসের দাম ৫৪৮ টাকা। একমাত্র পরোটার দামই ১০০ টাকার নিচে। আর সমস্ত খাবারই ১০০ বা ২০০ টাকার উপরে।