আজকাল ওয়েবডেস্ক: আরও বিপদে প্রজ্জল রেভান্ন। তাঁকে ৩১ মে গ্রেপ্তার করে সিটের বিশেষ দল। জানা গিয়েছে রেভান্নর বিরুদ্ধে নতুন করে ধর্ষণ এবং যৌন হেনস্থার আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলা করেছে সিআইডি। রেভান্ন যে ভিডিও কল করেছিলেন এবং সেই ভিডিয়ো সকলকে শেয়ার করেছিলেন সেজন্যেই তাঁর বিরুদ্ধে এই মামলা করেছে সিআইডি। প্রজ্জলের সঙ্গে বিজেপির প্রাক্তন বিধায়ক প্রীতম গৌড়ার এবং আরও দুজনের নাম এই নতুন মামলায় রয়েছে। সোমবারই তদন্তের স্বার্থে রেভান্নকে ৮ জুলাই পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জামিনের আবেদন করেও খালি হতে ফিরতে হয়েছে প্রজ্জল রেভান্নকে। তাঁর বিরুদ্ধে তিনটি যৌন হেনস্থার মামলা রয়েছে। এরসঙ্গে ধর্ষণের মামলাও রয়েছে। তাঁর নিজের দল জেটিএস ইতিমধ্যেই সাসপেন্ড করেছে প্রজ্জল রেভান্নকে।
