বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Anti Drug Rally: অ্যান্টি ড্রাগ র‍্যালির আয়োজন কলকাতা পুলিশের

Tirthankar Das | ২২ জুন ২০২৪ ১৭ : ৪৮Tirthankar


তীর্থঙ্কর দাস: ২৬ শে জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। শনিবার কলকাতা পুলিশের তরফ থেকে শহরজুড়ে আয়োজন করা হল 'অ্যান্টি ড্রাগ র‍্যালির' । যাদবপুরের সুলেখা মোড়ে সকাল সাড়ে ন'টায় আয়োজন করা হয় র‍্যালির। যাদবপুর থানার অফিসার ইনচার্জ, অ্যাডিশনাল অফিসার ইনচার্জ এবং পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন র‍্যালিতে। বিশাল সংখ্যায় সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়েছে। অন্যদিকে শনিবার বিকেল চারটে নাগাদ কলকাতা পুলিশের ইস্টার্ন সাবারবান ডিভিশনেও আয়োজন করা হল আরও একটি র‍্যালির। কলকাতা পুলিশের সাতটি থানার পুলিশকর্তা, ওসি এবং অ্যাডিশনাল ওসির উপস্থিতিতে হয় এই র‍্যালি। উপস্থিত ছিলেন ফুটবলার অলক দাস, ছিলেন চারুচন্দ্র কলেজের অধ্যক্ষ এবং সমাজকর্মী নূপুর রায়। কলকাতা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যই আয়োজন করা হয়েছিল এই র‍্যালির। ইস্টার্ন সাবারবন ডিভিশনের ডেপুটি কমিশনারের অফিস থেকে শুরু হয় সিআইটি রোডে গিয়ে শেষ হয় এই অ্যান্টি ড্রাগ র‍্যালির




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



06 24