সময়টা তিন দশকের বেশি আগে। ঘরে ঘরে টিভি পৌঁছে যায়নি তখন। তবুও আচমকা একটি সুর ছড়িয়ে পড়েছিল। বিজ্ঞাপনের সুর। ক্যাডবেরি, চকোলেট সংস্থার বিজ্ঞাপন। দৃশ্যপটে খেলার মাঠ। ব্যাকগ্রাউন্ডে 'কুছ খাস হ্যায়...'।
2
8
২০২৫ এও সেই সুর অমলিন। ২০২৫ এর ২৪ অক্টোবর। প্রয়াত পীযূষ পান্ডে। ফিরে দেখা তাঁর সেসব বিখ্যাত, জনপ্রিয় সৃষ্টি। যেগুলি মানুষের মন জয় করেছে বারবার।
3
8
মিলে সুর মেরা তুমহারা (১৯৮৮)- ন্যাশনাল ইন্টিগ্রেশন এন্থেম-এর জন্য তিনি এই গান লিখেছিলেন। গানটি কাশ্মীরি, পাঞ্জাবি, সিন্ধি, উর্দু, তামিল, কন্নড়, তেলেগু, মালায়ালাম, বাংলা, অসমীয়া, ওড়িয়া, গুজরাটি এবং মারাঠি ভাষায় প্রচারিত হয়েছিল।
4
8
চল মেরি লুনা- লুনা টায়ারের জন্য তিনি এই বিজ্ঞানপন বানিয়েছিলেন। যেটি স্থানীয় ভাষায় লিখেছিলেন তিনি, ফলে অনেক বেশি মানুষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল এই বিজ্ঞাপন।
5
8
সানলাইট ডিটারজেন্ট- পীযূষের লেখা প্রথম বিজ্ঞাপনই ছিল সানলাইটের জন্য। সংবাদ পত্রের জন্য তিনি এই বিজ্ঞাপন লিখেছিলেন।
6
8
কুছ খাস হ্যায় হাম সবহি মে- ক্যাডবেরির জন্য এই বিজ্ঞাপন বানিয়েছিলেন তিনি। শিশু থেকে বৃদ্ধ, চকোলেট খাওয়ার কোনও বয়স হয় না, তাঁর বিজ্ঞাপন থেকে যেন ঘরে ঘরে ছড়িয়ে গিয়েছিল সেই বার্তা। পন্ডস-এর গুগলি উগলি উষ, টাইটান-এর 'দ্য জয় অফ গিফটিং'তাঁর মস্তিস্কপ্রসূত।
7
8
অন্যদিকে ফেভিকল-এর জন্য লিখেছিলেন 'ফেভিকল কা জোর হ্যায়, টুটেগা নেহি', ফেভিকুইক-এর জন্য লিখেছিলেন, 'তোড়ো নেহি জোড়ো।' কলেজ পড়ুয়া থেকে, সারাজীবনের সঞ্চয় দিয়ে বাড়ি বানানো মানুষটি, সকলের মনে জায়গা করে নিয়েছিলেন এশিয়ান পেন্টস-এর জন্য 'হর ঘর কুছ কেহতা হ্যায়' লিখে।
8
8
পালস পোলিও'র জন্য ২০১০-এ লেখেন, 'দো বুন্দ জিন্দেগি কি', আবার বিজেপির জন্য 'অব কি বার মোদি সরকার' লিখে ঝড় তোলেন।