বুধের নক্ষত্র বদলেই ভাগ্যফেরার ডাক! জানুয়ারিতে সুখ আর টাকার সাগরে কোন ৪ রাশি
নিজস্ব সংবাদদাতা
১ জানুয়ারি ২০২৬ ১৭ : ১৮
শেয়ার করুন
1
5
জানুয়ারির মাঝামাঝি বুধ সূর্যের উত্তরাষাঢ় নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। বুদ্ধি ও যোগাযোগের কারক গ্রহ বুধ ২০২৬ সালের ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ৯টা ২৩ মিনিটে উত্তরাষাঢ় নক্ষত্রে গোচর করবে। এই গ্রহগত পরিবর্তনের ফলে রাশিচক্রের ৪টি রাশির জাতকদের জীবনে আসতে পারে একাধিক শুভ ফল। আর্থিক লাভ থেকে শুরু করে প্রেম ও সম্পর্কের উন্নতি পর্যন্ত। জেনে নেওয়া যাক সেই রাশিগুলি কোনগুলি।
2
5
বুধের সূর্যের নক্ষত্রে গোচর বৃষ রাশির জাতকদের জন্য শুভ বার্তা নিয়ে আসতে পারে। জীবনের নানা ক্ষেত্রে সাফল্য মিলবে। সম্পর্কে বোঝাপড়া ও ভালবাসা বাড়বে। কর্মক্ষেত্রে করা প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে এবং বিবাহিত জীবনে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
3
5
এই গোচর মিথুন রাশির জাতকদের জন্যও অনুকূল। সমাজে সম্মান বাড়তে পারে। দীর্ঘদিনের স্বাস্থ্যগত সমস্যা কাটিয়ে ওঠার সুযোগ মিলবে। দাম্পত্য জীবনে চলা টানাপড়েন কমবে। অবিবাহিতদের জন্য ভাল প্রস্তাব আসতে পারে। পুরোনো পরিকল্পনা নতুন করে শুরু করার জন্য সময়টি অনুকূল।
4
5
তুলা রাশির জাতকদের জন্য বুধের উত্তরাষাঢ় নক্ষত্রে প্রবেশ নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলাই ভাল। প্রেমের ক্ষেত্রে সাফল্য মিলতে পারে এবং নতুন সম্পর্ক শুরুর জন্য সময়টি শুভ। ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্তের ভালো ফল পাওয়া যাবে। পরিবারে আপনার মতামতের গুরুত্ব বাড়তে পারে।
5
5
মীন রাশির জাতকদের জন্য এই গোচর ইতিবাচক প্রভাব ফেলবে। সতর্কভাবে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে তার শুভ ফল মিলবে। ব্যবসায় লাভের পথ খুলতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টি অনুকূল। পরিবারের সঙ্গে চলা মনোমালিন্য কাটবে এবং মানসিক চাপ অনেকটাই কমবে।