নতুন বছরে ভারতীয় অর্থনীতি ফের একবার গোটা বিশ্বকে পথ দেখাবে। জানিয়ে দিলেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। বিশ্বের তাবড় অর্থনীতিবিদরা ভারতের কাছে অর্থনীতির পাঠ শিখবে বলেই মনে করেন তিনি।
2
8
সঞ্জয় মালহোত্রা বলেন, ভারতীয় অর্থনীতি বিগত দশকে নতুন দিকে মোড় নিয়েছে। সেখান থেকে এবার ফের একবার দেশের অর্থনীতি আগামীদিনে এগিয়ে যাবে।
3
8
আরবিআই গভর্নরের মতে, দেশের অর্থনীতির পরিস্থিতি মোটেই ভাল ছিল না। সেখান থেকে ভারত তার নিজের ঘরোয়া শক্তিতে জোর দিয়েছে। সেখান থেকে ফের অর্থনীতির উত্থান ঘটেছে।
4
8
দেশের প্রতিটি মানুষ ভারতীয় অর্থনীতিতে সক্রিয় ভূমিকা নিয়েছে। সেখানে কম করদাতা থেকে শুরু করে কোটি টাকার করদাতা সকলেই রয়েছেন। সেখান থেকেই বোঝা যায় ভারতীয় অর্থনীতির ভিত্তি কতটা মজবুত।
5
8
আরবিআই গভর্নর মনে করেন, বিশ্বের অর্থনীতি যেখানে অনেকটা সমস্যার মধ্যে রয়েছে সেখানে ভারতীয় অর্থনীতি অনেক শক্ত ভিতের ওপর রয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী বছরে আরও উন্নতি ঘটবে।
6
8
মালহোত্রা জানান, ভারতীয় অর্থনীতি এখন বিশ্বের বাজারে অনেকটা শক্তিশালী। দেশের ডিডিপি বৃদ্ধির ফলে সেখান থেকে সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটা উন্নত হয়েছে। তাই এই গতি এসেছে।
7
8
আগামী বছরগুলিতে ভারতীয় অর্থনীতি নতুন গতি পাবে বলেও তিনি মন্তব্য করেন। যেখানে ভারতের প্রতিবেশী দেশগুলির সমস্যায় ভুগছে সেখানে ভারত নিজের গতিতে এগিয়ে চলেছে।
8
8
বিগত দশকে ভারত তার নিজের অর্থনীতিতে জোর দিয়েছে। সেখানে ঘরোয়া শিল্প থেকে শুরু করে কুটিরশিল্প সবেতেই আত্মনির্ভরতার ছাপ পড়েছে। এই গতি আগামীদিনে আরও এগিয়ে যাবে বলেই মনে করেন আরবিআই গভর্নর।