তৃপ্তির মায়ের নাম মীনাক্ষী দিমরি এবং বাবার নাম দীনেশ প্রসাদ দিমরি। পেশায় এয়ার ইন্ডিয়ার সংস্থার একজন চাকুরে অভিনেত্রীর বাবা। দিল্লিতে কর্মরত। উত্তরাখণ্ডের ডিপিএস ফিরোজাবাদে পড়াশোনা করেছেন তৃপ্তি। এরপর স্নাতকোত্তর স্তরে দিল্লি থেকে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন।
2
8
ছবিতে অভিনয়ের আগে বেশ কয়েক বছর চুটিয়ে মডেলিং করেছিলেন তৃপ্তি। বিভিন্ন পত্রিকার প্রচ্ছদ থেকে বিজ্ঞাপনে জায়গা করে নিয়েছিলেন 'বুল্বুল' অভিনেত্রী। ক্যামেরার সামনে বিভিন্নভাবে উপস্থিত হওয়া যে অভিনয়ের সময় তাঁকে সাহস ও ভরসা দুই'ই জুগিয়েছিল সেকথা একাধিকবার জানিয়েছেন তৃপ্তি।
3
8
সেটা ২০১৭ সাল। শ্রেয়স তলপাড়ের পরিচালিত ছবি ‘পোস্টার বয়েজ’-এর মাধ্যমেই বলিপাড়ায় অভিনেত্রী হিসাবে পথচলা শুরু হয়েছিল তৃপ্তির। ওই ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল সানি দেওল, ববি দেওল এবং শ্রেয়স তলপাড়ে-কে।
4
8
বর্তমানে পর্দায় শয্যাদৃশ্যে অথবা ঘনিষ্ঠ দৃশ্যে তৃপ্তির অভিনয় দারুণ বিশ্বাসযোগ্য এবং চর্চিত। দেবে এক সময় তিনি ভারী লাজুক ছিলেন। ক্যামেরার সামনে দাঁড়ালেই হাত-পা ঠান্ডা হয়ে যেত। প্রতিদিন অভ্যাস ও মনের জোরে সেই লজ্জা-ভয় কাটিয়েছেন তৃপ্তি।
5
8
শোনা যায়, অনুষ্কা শর্মার ভাই কর্নেশ শর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন তৃপ্তি। সেই সম্পর্কের জেরেই নাকি অনুষ্কার প্রযোজনা সংস্থায় তৈরি হওয়া ‘বুলবুল’ ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন তিনি।
6
8
আইএমডিবি অনুযায়ী, ২০২৪-এ ভারতের সবচেয়ে জনপ্রিয় মহিলা তারকা তিনি। দীপিকা পাড়ুকোন, সামান্থা রুথ প্রভু, আলিয়া ভট্টকে এক ধাক্কায় জনপ্রিয়তায় পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন তৃপ্তি দিমরি।
7
8
‘অ্যানিম্যাল’-এ রণবীর কপূরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয়ের পর থেকেই রাতারাতি চর্চায় উঠে আসেন তৃপ্তি দিমরি। তার পর ‘ব্যাড নিউজ’ ছবিতে ভিকি কৌশলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্যও চর্চায় উঠে এসেছিল।
8
8
তৃপ্তিকে শেষ দেখা গিয়েছে, ‘ভুল ভুলাইয়া ৩’, ‘ভিকি বিদ্যা কা উয়োওয়ালা ভিডিও’ ছবিতে।