আগুন নেভানোর কাজ হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। হঠাৎ কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিক অনুমান, ইঞ্জিনে কোনোভাবে শর্ট সার্কিট হয়ে সেখান থেকে আগুন লেগে থাকতে পারে। বাসে অনেক যাত্রী ছিলেন। প্রচুর পণ্যও ছিল। আগুন লাগার পর বাসের দরজা দিয়ে নেমে আসেন চালক। কোনো রকমে দরজা খুলে বেরিয়ে আসেন যাত্রীরাও। কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে।
