আজকাল ওয়েবডেস্ক: নবম শ্রেণির ছাত্রী দিপাশ্রী দাসের রহস্যমৃত্যু ঘিরে এক মাস ধরে তোলপাড় চলছে ত্রিপুরায়। পরিবারের অভিযোগ, শুদ্ধিকরণের নামে তাঁদের মেয়েকে হত্যা করেছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি নেতা কর্মীরা। জানা গিয়েছে, নির্মম শারীরিক অত্যাচারের জেরেই ১৫ বছরের মেয়েটির মৃত্যু হয় বলে অভিযোগ। হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ।

তদন্ত কমিটি গড়ার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহাকেও। মূল অভিযুক্ত বিপ্লব সেন বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি নেতা বলে পরিচিত। অভিযোগ, তাঁকে গ্রেপ্তার না করে পুলিশ তাঁর সঙ্গে সখ্যতা বজায় রেখেছে। সহায়তা মেলেনি মহিলা কমিশনের তরফেও। মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে, ঘটনা ধামাচাপা দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তা যেন রুখে দেওয়া হয়।