নিজস্ব সংবাদদাতা: মুক্তি পিছিয়ে গেল রূপাঞ্জনা মিত্র অভিনীত 'কালিয়াচক চ্যাপ্টার ১' ছবির মুক্তি। সূত্রের খবর প্রযুক্তিগত ত্রুটির কারণেই মুশকিলে পড়েছেন নির্মাতারা।
'কালিয়াচক চ্যাপ্টার ১'-এর গান ও ট্রেলর ইতিমধ্যেই দর্শকের মধ্যে আশা বাড়িয়েছে। এই ছবিতে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে দেখা যাবে একজন দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায়। ছবির পোস্টারে তাঁর নতুন লুক বলছে সেই কথাই। নির্মাতারা একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অপ্রত্যাশিত কারণের জন্যেই ছবির মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তাঁরা। বিজ্ঞপ্তিতে লিখেছেন, 'আমরা জানি কালিয়াচক চ্যাপ্টার ১ প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য আপনারা সকলেই অপেক্ষায় আছেন। আমরা কথা দিচ্ছি আপনাদের অপেক্ষা স্বার্থক হবে। খুব তাড়াতাড়ি আমরা নতুন রিলিজ ডেট ঘোষণা করব। ততক্ষণ আমাদের পাশে থাকুন, আর শুনতে থাকুন কালিয়াচক চ্যাপ্টার ১-এর গান। ''
কিছুদিন আগেই বিয়ে সেরেছেন রূপাঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁদের বিয়ের ছবি। শুধু তাই নয়, ছেলেকে সঙ্গে নিয়েই দম্পতি গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। অনেক দিন পরে 'কালিয়াচক চ্যাপ্টার ১' এর হাত ধরে বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী। ছবি পিছিয়ে যাওয়ার ঘটনায় একটু থমকে তিনিও।