আজকাল ওয়েবডেস্ক: মুম্বই বিমানবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমান সোনা। প্রায় ৩৩ কেজি সোনা উদ্ধার করল কাস্টমস। এর আনুমানিক বাজারমূল্য ১৯ দশমিক ১৫ কোটি টাকা। জামাকাপড় এবং ব্যাগের মধ্যে লুকিয়ে এগুলি নিয়ে আসছিল দুজন মহিলা। আফ্রিকান দুই মহিলাকে দেখে সন্দেহ হয় কাস্টমসের। এরপর তল্লাশি করতেই তাঁদের কাছ থেকে এই সোনা উদ্ধার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খোঁজার চেষ্টা চলছে। এর আগেও মুম্বইয়ের ছত্রপতি বিমান বন্দর থেকে সোনা উদ্ধার করা হয়েছিল। এবার ফের এত পরিমান সোনা উদ্ধার হওয়ায় চিন্তা বাড়ছে কাস্টমস অফিসারদের।
