দীপাবলির আলোয় ঝলমল করল ‘রামায়ণ’ ছবির অভিনেতা রবি দুবে ও সারগুন মেহতার বাড়ি! তাঁরা আয়োজন করেছিলেন একেবারে স্টার-স্টাডেড দীপাবলি ব্যাশ, যেখানে হাজির ছিলেন বলিউড ও টেলিভিশন জগতের একঝাঁক জনপ্রিয় মুখ।
2
9
কালো ও আইভরি রঙের পোশাকে সেজে উঠেছিলেন রবি ও সারগুন। একে অপরের সঙ্গে রঙ মেলানো পোশাকে তাঁদের রসায়ন দেখে মুগ্ধ অতিথিরা। পার্টিতে দেখা গেল ইউটিউবার রণবীর এলাহাবাদিয়াকেও (বিয়ার বাইসেপ্স), যাঁর সঙ্গে হাসি-মজার মেজাজে ছবি তুললেন এই দম্পতি।
3
9
স্টাইল আর পরিবেশ সচেতনতা একসঙ্গে মেলালেন জ্যাকি শ্রফ। নিজের ট্রেডমার্ক ধুতি-পাঞ্জাবির সঙ্গে গলায় ঝোলানো ‘গাছের চারা’ হারেই পৌঁছে দিলেন সবুজ বার্তা-“পৃথিবীটাকে বাঁচাও”!
4
9
সবুজ শারারা সেটে দীপাবলি পার্টিতে ঝলমল করলেন গওহর খান, যিনি সারগুনের ঘনিষ্ঠ বন্ধু। অন্যদিকে নিয়া শর্মা সাহসী সাদা চোলি-লেহেঙ্গায় মাতালেন রাতের আড্ডা।
5
9
অভিনেতা সুনীল গ্রোভার এলেন লাল কুর্তা আর সাদা পায়জামায়, আর তাঁর উপস্থিতি যেন হাসির রসদ বাড়িয়ে দিল আরও।
6
9
ভাই আয়ানকে সঙ্গে নিয়ে সমন্বিত আইভরি পোশাকে হাজির হলেন জন্নত জুবায়ের।
7
9
কারণ সিং গ্রোভার নজর কাড়লেন নীল কুর্তা ও ধুতি প্যান্টে, দীপাবলি পার্টির বাইরে পোজ দিতে দিতে।