গত কয়েকমাসের হিসেব দেখে চক্ষু চড়কগাছ কর্তৃপক্ষের। কারণ খুঁজতে হিমশিম। খুঁজে পেয়েও যদিও এই দু'দেশের এখন বিরাট ক্ষতি মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই।
2
10
তথ্য, গত কয়েকসপ্তাহ এবং কয়েকমাসের নিরিখে দেখা গিয়েছে, ভারতীয় পর্যটকরা আজারবাইজান এবং তুরস্ককে এড়িয়ে যাচ্ছেন ব্যাপকহারে। পরপর বাতিল বুকিং।
3
10
একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে তথ্য, অপারেশন সিঁদুর এবং মে মাসের সংঘর্ষের পরের সপ্তাহ এবং মাসগুলিতে তুরস্ক এবং আজারবাইজানে ভারতীয় পর্যটকদের ফুট-ফল উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
4
10
কারণ কী? তথ্য, ভারত-পাক সামরিক সংঘাতের সময় আজারবাইজান এবং তুরস্ক পাকিস্তানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর পরেই পর্যটকরা এই দেশ দুটি এড়িয়ে চলছেন। তুরস্ক পহেলগাঁও হামলার আন্তর্জাতিক তদন্তের জন্য ইসলামাবাদের দাবিকে সমর্থন করেছিল সেও সময়। অতীতেও তুরস্ক পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেছে।
5
10
অপারেশন সিঁদুরের পর এই দু'দেশের অবস্থান দেখে ক্ষোভে ফেটে পড়েছিলেন ভারতীয়রা। তখন থেকেই এই দুই দেশ বয়কটের ডাক দেন। তবে পরিস্থিতি এমন হবে, ভাবতে পারেনি দু'দেশের কেউই।
6
10
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তথ্য, মে-আগস্ট আজারবাইজানে ভারত থেকে যাওয়া পর্যটকের হার ৫৬ শতাংশ কমেছে, তুরস্কে ৩৩.৩ শতাংশ কমেছে।
7
10
আজারবাইজান ট্যুরিজম বোর্ডের তথ্য অনুসারে, জানুয়ারি-এপ্রিল মাসে ভারতীয় পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, কিন্তু তার পরবর্তী চার মাসে তা প্রায় ৫৬ শতাংশ কমেছে।
8
10
এই প্রসঙ্গে উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় ভ্রমণকারীদের মধ্যে দু'দেশই জনপ্রিয়তা অর্জন করেছে, সরাসরি বিমান যোগাযোগ এবং তুরস্কের বাইরের গন্তব্যগুলির কারণে আকর্ষণ বাড়ে।
9
10
পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও, ভারত থেকে এই গন্তব্যগুলিতে পর্যটন মে মাস পর্যন্ত স্থিতিশীল ছিল। পরিস্থিতির বদল হয় তার পরেই।
10
10
ইজমাইট্রিপের প্রধান নির্বাহী কর্মকর্তা রিকান্ত পিট্টি সংবাদমাধ্যমে জানিয়েছেন, সাম্প্রতিককালে পর্যটকরা জর্জিয়া, সার্বিয়া, গ্রীস, থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো গন্তব্যগুলিতে পরিকল্পনা করছেন ঘুরতে যাওয়ার, পরিবর্তে বাতিল করছেন আজারবাইজান-তুরস্ক যাওয়ার পরিকল্পনা।