বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | HOOGLY: হুগলিতে আবার জোড়া ফুল, জয়ী দিদি নম্বর ওয়ান

Sumit | ০৪ জুন ২০২৪ ১৯ : ৪৫Sumit Chakraborty


মিল্টন সেন,হুগলি: বিজেপিতে আস্থা রাখতে ধরে রাখতে পারল না হুগলি। মুছে গেল পদ্ম। ফুটল জোড়া ফুল। রচনা ব্যানার্জির হাত ধরে পুনরুদ্ধার হল হুগলি আসন। চারশো পারের স্বপ্ন অধরা রয়ে গেল। কমল বিজেপির ভোট, কাজ করল না মোদি ম্যাজিক। একইসঙ্গে জেলায় থাকা তিন লোকসভা আসন পুনরায় ফিরল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। প্রথমবার ভোটের ময়দানে, তবু এক ঝটকায় প্রায় ৬ শতাংশ ভোট বাড়িয়ে বিজেপির বিদায়ী সাংসদ লকেট চ্যাটার্জিকে পরাজিত করেন রচনা ব্যানার্জি। তাঁর প্রাপ্ত ভোট প্রায় ৬ লাখ ৮৪ হাজার ৬৬৭ ।
মঙ্গলবার নির্বাচনের ফলাফল বেরোতে বেরোতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। শুরুতে গণনা কেন্দ্রের দুপাশে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের ভিড় ছিল। সকাল থেকেই গণনা কেন্দ্র থেকে কিছুটা দূরে দলীয় কার্যালয়ে অপেক্ষায় ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। শুরু থেকেই গণনা কেন্দ্রের ভেতরে ছিলেন রচনা। প্রথম রাউন্ড ফলাফল বেরোনোর পর থেকেই ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায় চিত্র। স্বল্প ব্যবধানে হলেও তৃণমূল প্রার্থীর জয়ের ইঙ্গিত ক্রমশ পরিষ্কার হতে থাকে। বেলা গড়াতেই বাড়তে থাকে তৃণমূলের জয়ের ব্যবধান। গণনা কেন্দ্রের এক পাশ ফাঁকা হয়ে যায়। গণনা কেন্দ্র থেকে বেরিয়ে বিজেপি জেলা কার্যালয়ে পৌঁছন বিজেপি প্রার্থী। গণনা কেন্দ্রের অপর প্রান্তে দুপুরের করা রোদের মধ্যেই শুরু হয়ে যায় তৃণমূল সমর্থকদের সবুজ আবির খেলা। ঘনঘন জয় বাংলা শ্লোগান ধ্বনিত হয় থাকে। বিকেল হওয়ার সঙ্গে জয়ের ব্যবধান ৫০ হাজার ছাড়িয়ে যায়। অবশেষে প্রায় ৭৬ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি। খবরের অপেক্ষায় ছিলেন কর্মী সমর্থকরা। ক্ষণিকের মধ্যেই আবিরের রঙে সবুজ হয়ে যায় গণনা কেন্দ্র সংলগ্ন বিবেকানন্দ রোড। আসেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র, অরিন্দম গুইন, অসিত মজুমদার প্রমুখ নেতৃত্ত্বে। ভোট জেতার পর এদিন রচনা বলেছেন, "এই জয় মানুষের জয়। এই জয় রাজ্যের মুখ্যমন্ত্রীর জয়। আসল দিদি নম্বর ওয়ান মমতা ব্যানার্জি। মানুষ আমার উপর আস্থা রেখেছে। আমি সবসময় পাশে থাকব।" এদিকে ফলাফল চূড়ান্ত হওয়া পর্যন্ত বিজেপি জেলা কার্যালয়েই ছিলেন বিদায়ী সাংসদ। এই নির্বাচনে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট প্রায় ৬ লাখ ২১ হাজার ১২৩। ফলাফল অনুযায়ী হুগলি কেন্দ্রে বিজেপির ভোট কমেছে ৫ শতাংশ। গত নির্বাচনের তুলনায় ১২ হাজারের কিছু বেশি ভোট বাড়িয়ে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ পেয়েছেন প্রায় ১ লাখ ৩৩ হাজার ৭৩৫ ভোট।




বিশেষ খবর

নানান খবর

প্রণাম #Bibhutibhushan #bengali_storyteller #bengali_novelist #aajkaalonline

নানান খবর



সোশ্যাল মিডিয়া



06 24